গত এক বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে শিক্ষার্থী বা দুর্বৃত্তদের
গুলিতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক মানুষ প্রাণ হারিয়েছে। ভয়ংকর এ
প্রবণতা থামাতে করণীয় বিষয়ে আলোচনা ও বিতর্কের অন্ত নেই। একদল বলছে অস্ত্র
আইন কড়াকড়ি করতে, আরেক দল বলছে পাঠ্যসূচি বদলাতে। কিন্তু নতুন একটি আইন
নতুন বিতর্কের অবতারণা করেছে। কেন্দ্রীয় সরকার যখন বন্দুক ব্যবহার সীমিত করার জন্য আইন প্রণয়নের চেষ্টা করছে, তখন সাউথ ডাকোটা সরকার নতুন বিধি জারি করল। এতে দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।
তবে নতুন বিধি মোতাবেক শিক্ষক-কর্মকর্তাদের অস্ত্র দিতে স্কুলগুলো বাধ্য থাকবে না। শিক্ষকরাও অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবেন না। তবে চাইলে কোনো স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের সশস্ত্র করতে পারবে।
সাউথ ডাকোটার রিপাবলিকান পার্টির সরকার বিধিটি পাস করেছে। এতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে ‘স্কুল রক্ষীদের’ তৈরি করার সুযোগ থাকছে।
বিভিন্ন স্কুলের পরিচালনা পরিষদের কয়েকজন সদস্য, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তারা বলছেন, শ্রেণিকক্ষে বন্দুক নিয়ে প্রবেশের অনুমতি দিলে ফল ভালো হবে না।
রিপাবলিকান পার্টির নেতা স্কট ক্রেইগ বিবিসিকে বলেন, বিভিন্ন স্কুলের বেশ কিছু কর্মকর্তা নতুন বিধি চাইছেন। তিনি আরও বলেন, ছোট শহরের স্কুলগুলোর এমন সামর্থ্য নেই যে তারা সারাক্ষণ পুলিশ পুষবে।
Social Plugin