প্রথম সৌদি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চশৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন রাহা মোহাররাক (২৫)।
তিনি শুধুমাত্র সৌদির প্রথম নারী এভারেস্ট জয়ী নন, সবচেয়ে কম বয়সী আরব নারী হিসেবেও এভারেস্টে পা রাখলেন।
তার
দু:সাহসিক এই অভিযানের সঙ্গী ছিলেন চারজন। এদের মধ্যে ছিলেন প্রথমবারের
মতো এভারেস্ট শৃঙ্গে যাওয়া একজন কাতারি এবং ফিলিস্তিনি পুরুষ।
জেদ্দায় জন্ম নেওয়া রাহা মোহাররক সম্প্রতি দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন।
তার
সম্পর্কে দলের অন্য সদস্যরা জানান, সৌদি আরবের মত একটি রক্ষণশীল মুসলিম
দেশ; যেখানে নারী অধিকার খুবই সীমিত সেখান থেকে অনেক বাঁধা ভেঙ্গে তিনি তার
লক্ষ্যে পৌঁছেছেন।
জানা যায়, মা-বাবার কাছ থেকে এভারেস্ট অভিযানে
অনুমতি পাওয়ার জন্য রাহাকে অনেক কষ্ট করতে হয়েছে। এটাকে রাহা এভারেস্ট
চূড়ায় পৌছানোর মতোই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন।
তবে রাহার প্রতি এখন তার মা-বাবার পূর্ণ সমর্থন রয়েছে।
রাহা মোহাররক বলেন, “আমি প্রথম হয়েছি সেটা কোন বিষয় না, যদি না দ্বিতীয় কেউ এটি দেখে অনুপ্রাণিত হয়।”
Showing posts with label সারা বিশ্ব. Show all posts
Showing posts with label সারা বিশ্ব. Show all posts
Sunday, May 19, 2013
এভারেস্টে সৌদি আরবের প্রথম নারী
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Saturday, May 18, 2013
ফ্রান্সে সমকামী বিয়ে বৈধ হলো
বিশ্বের ১৪তম দেশ হিসেবে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে ফ্রান্সে। দেশটির
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে সমকামী বিয়ে বৈধ করার পক্ষে যে বিলটি
উত্থাপন করা হয়েছিল, তাতে গতকাল স্বাক্ষর করেন। এর মাধ্যমে ফ্রান্সে
সমলিঙ্গের বিয়ের পক্ষে নতুন আইন প্রণীত হলো। তবে কবে থেকে আইনটি কার্যকর
হবে সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এর আগে ফ্রান্সের ডানপন্থি
বিরোধী দল প্রস্তাবটির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও সেটি
সাংবিধানিক কাউন্সিল থেকে প্রত্যাখ্যাত হয়। শেষ বাধাটি অতিক্রমের একদিন
পরই প্রেসিডেন্ট ওঁলাদে বহুল বিতর্কিত বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে সেটি পাস
করলেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। সমকামী দম্পতিদের জন্য
সন্তান দত্তক নেয়ার বিষয়টিও বৈধতা পেলো আইনটি প্রণয়নের মাধ্যমে।
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
বেঁচে থাকার জন্য সেক্স
সিরিয়ার শরণার্থী নারীদের জর্ডানে বিয়ের জন্য বিক্রি করা হচ্ছে।
যুদ্ধ শুরু হওযার আগে কাজল নামের এক নারী ভালবাসতো তার প্রতিবেশী এক ছেলেকে। কাজল জানায়, ‘তার বয়স ছিল ২০, এবং আমরা বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখতাম। আমি কখনও ভাবতে পারি নি যে আমাকে এমন কাউকে বিয়ে করতে হবে যাকে আমি ভালোবাসি না। কিন্তু আমি এবং আমার পরিবার আমানে আসার পর থেকেই কঠিন এক সময় পার করছি।’
কাজলের বয়স ১৮। তার সবে তালাক হয়েছে। ৫০ বছর বয়স্ক এক সৌদি তার পরিবারকে ৩,১০০ ডলার দিয়ে বিয়ে করে।
‘আমি স্বামীর সঙ্গে আমানে ছিলাম। সে আমার সাথে দাসীর মতো ব্যবহার করতো। আমি খুশি যে আমাকে তালাক দেওয়া হয়েছে।’ এসব কথা যখন কাজল বলছিলেন তখন তার নীল চোখ জলে ছলছল করছিল।
‘আমি পরিবারের স্বার্থে বিয়েতে রাজি হয়েছি। আমি আর টাকার জন্য বিয়ে করতে চাই না। এখন আমি সমবয়সী কোনও সিরিয়ার ছেলেকে বিয়ে করতে চাই।’
কাজলের মা জানান, ‘জীবন এখানে খুবই কঠিন। আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি না। আমাদের এক শিশু আছে যার জন্য প্রতিদিন দুধ কেনা দরকার। আমরা থাকার ভাড়াও দিতে পারছিলাম না। তাই কাজলকে পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে।’
তিনি জানান যে বিবাহের যাবতীয় ব্যবস্থা করে আমানের কিতাবুল সু্ন্নাহ নামের এক এনজিও।
‘যখন আমি এনজিওটির কাছে গেলাম, তারা আমার মেয়েকে দেখতে চাইল। তারা বলল যে তার বিয়ের ব্যবস্থা করে দেবে।’ কাজলের মা জানান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক কর্মকর্তা এন্ড্রু হার্পার বলেন, ‘আমাদের পক্ষে এত এত শরণার্থীকে (সংখ্যায় ৫ লাখেরও বেশি) সাহায্য করার মতো ক্ষমতা নেই। শরণার্থীদের অধিকাংশ শিশু ও নারী। তাদের বেশিরভাগই বাড়ির বাইরে কাজ করতে অভ্যস্ত নয়। কাজেই টিকে থাকার জন্য সেক্স তাদের অপরিহার্য হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘সাহায্য করতে যারা আসছে তাদের লক্ষই হল কম বয়সী নারীরা। এর চেয়ে বিরক্তিকর আর কীইবা হতে পারে! আপনি এটাকে ধর্ষণ বলতে পারবেন না। এটাকে বেশ্যাবৃত্তিও বলতে পারবেন না। আপনি যা ইচ্ছা বলতে পারেন। এটা হল অতি দুর্বলের ওপর করুণা করার এক আশ্চর্য নমুনা!’
যুদ্ধ শুরু হওযার আগে কাজল নামের এক নারী ভালবাসতো তার প্রতিবেশী এক ছেলেকে। কাজল জানায়, ‘তার বয়স ছিল ২০, এবং আমরা বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখতাম। আমি কখনও ভাবতে পারি নি যে আমাকে এমন কাউকে বিয়ে করতে হবে যাকে আমি ভালোবাসি না। কিন্তু আমি এবং আমার পরিবার আমানে আসার পর থেকেই কঠিন এক সময় পার করছি।’
কাজলের বয়স ১৮। তার সবে তালাক হয়েছে। ৫০ বছর বয়স্ক এক সৌদি তার পরিবারকে ৩,১০০ ডলার দিয়ে বিয়ে করে।
‘আমি স্বামীর সঙ্গে আমানে ছিলাম। সে আমার সাথে দাসীর মতো ব্যবহার করতো। আমি খুশি যে আমাকে তালাক দেওয়া হয়েছে।’ এসব কথা যখন কাজল বলছিলেন তখন তার নীল চোখ জলে ছলছল করছিল।
‘আমি পরিবারের স্বার্থে বিয়েতে রাজি হয়েছি। আমি আর টাকার জন্য বিয়ে করতে চাই না। এখন আমি সমবয়সী কোনও সিরিয়ার ছেলেকে বিয়ে করতে চাই।’
কাজলের মা জানান, ‘জীবন এখানে খুবই কঠিন। আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি না। আমাদের এক শিশু আছে যার জন্য প্রতিদিন দুধ কেনা দরকার। আমরা থাকার ভাড়াও দিতে পারছিলাম না। তাই কাজলকে পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে।’
তিনি জানান যে বিবাহের যাবতীয় ব্যবস্থা করে আমানের কিতাবুল সু্ন্নাহ নামের এক এনজিও।
‘যখন আমি এনজিওটির কাছে গেলাম, তারা আমার মেয়েকে দেখতে চাইল। তারা বলল যে তার বিয়ের ব্যবস্থা করে দেবে।’ কাজলের মা জানান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক কর্মকর্তা এন্ড্রু হার্পার বলেন, ‘আমাদের পক্ষে এত এত শরণার্থীকে (সংখ্যায় ৫ লাখেরও বেশি) সাহায্য করার মতো ক্ষমতা নেই। শরণার্থীদের অধিকাংশ শিশু ও নারী। তাদের বেশিরভাগই বাড়ির বাইরে কাজ করতে অভ্যস্ত নয়। কাজেই টিকে থাকার জন্য সেক্স তাদের অপরিহার্য হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘সাহায্য করতে যারা আসছে তাদের লক্ষই হল কম বয়সী নারীরা। এর চেয়ে বিরক্তিকর আর কীইবা হতে পারে! আপনি এটাকে ধর্ষণ বলতে পারবেন না। এটাকে বেশ্যাবৃত্তিও বলতে পারবেন না। আপনি যা ইচ্ছা বলতে পারেন। এটা হল অতি দুর্বলের ওপর করুণা করার এক আশ্চর্য নমুনা!’
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Tuesday, May 14, 2013
Why the Syrian quagmire threatens Turkey
Turkey's tragic loss of at least 47 people in the car bombings in the border town of Reyhanli illustrates vividly that Turkey is not immune to the raging violence next door.
Turkey has suffered
similar, though far less deadly events in the past year, including Syria
downing a Turkish jet, the killing of five Turks in cross-border
artillery fire and a car bomb blast at a Turkey-Syria border crossing in
February killing more than a dozen people.
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
মিয়ানমারে মহাসেন থেকে বাঁচতে গিয়ে ‘নিহত ২০০’
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরে ২০০ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা উল্টে
গিয়ে একজন বাদে সবাই নিহত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে
কাতারভিত্তিক একটি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
চলতি সপ্তাহে আসন্ন মহাসেন ঝড়ের আঘাত থেকে বাচাঁতে নৌকায় করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) কিরস্টেন মিলড্রেন বলেন, “মঙ্গলবারের দুর্ঘটনায় মাত্র একজন জীবিত রয়েছে বলে জানা গেছে।”
ওসিএইচএ’র মিয়ানমার শাখা বারবারা মানজি সিটুই প্রধান জানান, নৌকাটি রাখাইন রাজ্যের পুকতাও থেকে যাত্রা করে এবং সোমবার রাতের দিকে দুর্ঘটনার কবলে পড়ে।
উদ্ধার তৎপরতা চলছে বলে জানান তিনি।
মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, গত বছর সাম্প্রদায়িক সহিংসতায় হাজার হাজার মুসলমান ঘর ছাড়া হয়। তাদেরকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল। তাদেরকেই নিরাপদে সরিয়ে আনা হচ্ছিল।
টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের নিচু অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলো থেকে কর্তৃপক্ষ ৫ হাজার ১৫৮ জনকে নিরাপদে সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছে।
তবে মানবাধিকার গোষ্ঠীগুলো অভিযোগ করেছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার এ প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। এর আগে আশ্রয়চ্যুতদের আশ্রয় দেওয়ার সতর্কতা উপেক্ষা করেছিল সরকার।
জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে, মহাসেন ‘জীবন বিপন্নকারী পরিস্থিতি’ বয়ে আনতে পারে।
নাসা জানিয়েছে, ১৭ মে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে এবং মায়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে মহাসেন।
মঙ্গলবার বিভিন্ন আবহাওয়া সূত্র জানিয়েছে, বুধবার দুপুরের পরই কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। এসময় এর গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১৩৪ কিমিতে উঠানামা করবে। সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
চলতি সপ্তাহে আসন্ন মহাসেন ঝড়ের আঘাত থেকে বাচাঁতে নৌকায় করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) কিরস্টেন মিলড্রেন বলেন, “মঙ্গলবারের দুর্ঘটনায় মাত্র একজন জীবিত রয়েছে বলে জানা গেছে।”
ওসিএইচএ’র মিয়ানমার শাখা বারবারা মানজি সিটুই প্রধান জানান, নৌকাটি রাখাইন রাজ্যের পুকতাও থেকে যাত্রা করে এবং সোমবার রাতের দিকে দুর্ঘটনার কবলে পড়ে।
উদ্ধার তৎপরতা চলছে বলে জানান তিনি।
মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, গত বছর সাম্প্রদায়িক সহিংসতায় হাজার হাজার মুসলমান ঘর ছাড়া হয়। তাদেরকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল। তাদেরকেই নিরাপদে সরিয়ে আনা হচ্ছিল।
টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের নিচু অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলো থেকে কর্তৃপক্ষ ৫ হাজার ১৫৮ জনকে নিরাপদে সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছে।
তবে মানবাধিকার গোষ্ঠীগুলো অভিযোগ করেছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার এ প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। এর আগে আশ্রয়চ্যুতদের আশ্রয় দেওয়ার সতর্কতা উপেক্ষা করেছিল সরকার।
জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে, মহাসেন ‘জীবন বিপন্নকারী পরিস্থিতি’ বয়ে আনতে পারে।
নাসা জানিয়েছে, ১৭ মে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে এবং মায়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে মহাসেন।
মঙ্গলবার বিভিন্ন আবহাওয়া সূত্র জানিয়েছে, বুধবার দুপুরের পরই কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। এসময় এর গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১৩৪ কিমিতে উঠানামা করবে। সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Airbus rolls out new A350 XWB
Airbus has showed off its new A350 XWB, rolling out its first flyable plane on Monday fresh from the paintshop in company livery.
The aircraft is the first
in a family of super efficient passenger planes Airbus designed to go
head-to-head against rival Boeing's 787 Dreamliner and 777s.
"XWB" means "extra wide
body." There are three members in the A350 family: the A350-800, the
A350-900 and the A350-1000, which seat 270, 314 and 350 passengers
respectively, in three-class seating.
The largest of the three
lightweight carbon-composite aircraft, the A350-1000, is 73.88 meters
long and has a range of approximately 8,400 nautical miles, or 15,600
kilometers. The catalog price is US$320.6 million. As of March 31, there
were 110 orders for the A350-1000 among a total of 616 orders from 34
customers. Most orders, 414, have been for the A350-900.
The plane unveiled on
Monday at Airbus HQ in Toulouse, France is the latest milestone in what
has been a turbulent production history for the A350.
Critics have said the A350 program -- first launched in 2007 -- was a poorly-designed, hasty response to Boeing's 787.
Dreamliner battery fix: Behind the scenes
"The company, which was
hip-deep in sorting out A380 development, simply hadn't foreseen the
huge pent-up demand for a more efficient 250-seat airliner, and tried to
take the easy way out by offering a re-engined version of its A330,"
aviation journalist David Kaminski-Morrow, air transport editor of Flightglobal.com, told CNN in an earlier report.
Airbus reworked the design, configurations and technology to increase the plane's range and efficiency.
The unveiled plane, which Airbus have tagged "MSN001," will undergo final tests before its maiden flight expected in June.
Airbus said it took less
than a week to complete the aircraft painting. Last month, engines were
installed, ground vibration tests and flight test instrumentation
verification were completed.
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Monday, May 13, 2013
মা নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা
পৃথিবীর মধুরতম শব্দ ‘মা’। জীবনের কেন্দ্রবিন্দু। তাই মা প্রত্যেকের জীবনের
সবচেয়ে স্মৃতিময় অধ্যায়। এ মাকে নিয়ে সবার জীবনেই আছে অজস্র স্মৃতি। মায়ের
বকুনি, ভালোবাসা আর খুনসুঁটি।
তবে সময়ের ব্যবধানে অনেক কথাই বলা হয়ে উঠে না মাকে। সেসব ‘না বলা’ কথামালায় প্রিয় মাকে নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা শুরু করেছে দেশের অন্যতম আইসিটি পণ্য বিপণনকারী কম্পিউটার সোর্স।
‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত চিঠি লেখা যাবে প্রিয় মাকে সম্বোধন করে। সর্বোচ্চ ৫০০ শব্দের এ চিঠি বাংলা, ইংরেজি বা ফনেটিক অক্ষরেও হতে পারে। মাকে লেখা চিঠির মধ্যে লাইক ভোটে নির্বাচিত সেরা তিন জনপত্র লেখক-লেখিকা নৈশভোজ করতে পারবেন ঢাকার পাঁচ তারকা হাটেলে।
এ প্রতিযোগিতায় অংশ নিতে অংশগ্রহনকারীকে প্রথমে কম্পিউটার সোর্সের ফেসবুক ফ্যানপেজে যেতে হবে। দু লাখ ফেসবুক বন্ধুর কম্পিউটার সোর্সের এ ফেসবুক পেজে আছে (facebook.com/CSLFanclub) ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে তৈরি বিশেষ একটি ট্যাব।
এ ট্যাবে ক্লিক করে চিঠি পোস্ট দেওয়া যাবে। অথবা সরাসরি (https://www.facebook.com/CSLFanclub/app_103822229704881) ওয়েব লিঙ্কে গিয়েও সহজেই মাকে উদ্দেশ্য করে লেখা যাবে চিঠি। যেখানে প্রকাশ করা যাবে হৃদয়ের অভিব্যক্তি।
তবে সময়ের ব্যবধানে অনেক কথাই বলা হয়ে উঠে না মাকে। সেসব ‘না বলা’ কথামালায় প্রিয় মাকে নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা শুরু করেছে দেশের অন্যতম আইসিটি পণ্য বিপণনকারী কম্পিউটার সোর্স।
‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত চিঠি লেখা যাবে প্রিয় মাকে সম্বোধন করে। সর্বোচ্চ ৫০০ শব্দের এ চিঠি বাংলা, ইংরেজি বা ফনেটিক অক্ষরেও হতে পারে। মাকে লেখা চিঠির মধ্যে লাইক ভোটে নির্বাচিত সেরা তিন জনপত্র লেখক-লেখিকা নৈশভোজ করতে পারবেন ঢাকার পাঁচ তারকা হাটেলে।
এ প্রতিযোগিতায় অংশ নিতে অংশগ্রহনকারীকে প্রথমে কম্পিউটার সোর্সের ফেসবুক ফ্যানপেজে যেতে হবে। দু লাখ ফেসবুক বন্ধুর কম্পিউটার সোর্সের এ ফেসবুক পেজে আছে (facebook.com/CSLFanclub) ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে তৈরি বিশেষ একটি ট্যাব।
এ ট্যাবে ক্লিক করে চিঠি পোস্ট দেওয়া যাবে। অথবা সরাসরি (https://www.facebook.com/CSLFanclub/app_103822229704881) ওয়েব লিঙ্কে গিয়েও সহজেই মাকে উদ্দেশ্য করে লেখা যাবে চিঠি। যেখানে প্রকাশ করা যাবে হৃদয়ের অভিব্যক্তি।
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
যুক্তরাষ্ট্রে মা দিবসের প্যারেডে গুলি
যুক্তরাষ্ট্রে মা দিবসের প্যারেডে অজ্ঞাত ব্যক্তির গুলির ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় দেশটির নিউ অরলিন্স অঙ্গরাজ্যের এ ঘটনায় ১৯ জন আহত হয়।
রাজ্যেটির পুলিশ বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে দুই
শিশু রয়েছে। তাদের বয়স ১০ বছর হবে। তবে আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক
নয়।
যুক্তরাষ্ট্রের তদন্ত বিভাগ জানায়, এই হামলার সঙ্গে সন্ত্রাসীদের কোন যোগসাজশ নেই। এটা নিছকই পথ-সংঘর্ষ।
নিউ অরলিন্সের এফবিআইয়ের মুখপাত্র মেরি বেথ বলেন, “আমরা আমাদের সকল গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়।”
বোস্টন ম্যারাথনে সন্ত্রাসী হামলার একমাসের কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। বোস্টন হামলার তিনজন নিহত ও আড়াই শতাধিক লোক আহত হয়।
এর আগে গত ডিসেম্বরে কানেকটিকাটে একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ২০ শিশুসহ ২৮ জন নিহত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের তদন্ত বিভাগ জানায়, এই হামলার সঙ্গে সন্ত্রাসীদের কোন যোগসাজশ নেই। এটা নিছকই পথ-সংঘর্ষ।
নিউ অরলিন্সের এফবিআইয়ের মুখপাত্র মেরি বেথ বলেন, “আমরা আমাদের সকল গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়।”
বোস্টন ম্যারাথনে সন্ত্রাসী হামলার একমাসের কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। বোস্টন হামলার তিনজন নিহত ও আড়াই শতাধিক লোক আহত হয়।
এর আগে গত ডিসেম্বরে কানেকটিকাটে একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ২০ শিশুসহ ২৮ জন নিহত হয়েছিল।
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
মানসিক হাসপাতাল থেকে ৪০ রোগীর পলায়ন
কেনিয়ার একটি মানসিক হাসপাতাল থেকে ৪০ রোগী পালিয়ে গেছে। দেশটির সবচেয়ে বড়
মানসিক হাসপাতাল ‘মাথারি’ এ এই ঘটনা ঘটে। রাজধানী নাইরোবিতে অবস্থিত ওই
হাসপাতালের নিরাপত্তা কর্মীদের মেরে রোগীরা পালিয়ে যায় বলে বিভিন্ন
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।
ঘটনার পর পরই পুলিশ হাসপাতালে ব্যাপক তল্লাশি চালায়।
কেনিয়ার একটি সংবাদপত্রের খবরে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের যেসব ঔষুধ দেয় তা রোগ নিরাময়ে কার্যকরী নয়-এমন অভিযোগ এনে রোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। পালানোর আগে তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।
এর আগে ২০১১ সালে হাসপাতালটির নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সিএনএন একটি ডকুমেন্টারি প্রকাশ করে। সেখানে এক প্রতিবেদক হাসপাতাল পরিদর্শনের সময় বন্দি অবস্থায় একজন রোগীর মৃতদেহ দেখতে পান বলে ডকুমেন্টারিতে উল্লেখ করেন।
এর পর আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন হাসপাতালটিতে মানবাধিকার লঙ্ঘিত হয় কিনা তা খতিয়ে দেখার জন্য অধিকতর তদন্তের আহ্বান জানায়।
ঘটনার পর পরই পুলিশ হাসপাতালে ব্যাপক তল্লাশি চালায়।
কেনিয়ার একটি সংবাদপত্রের খবরে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের যেসব ঔষুধ দেয় তা রোগ নিরাময়ে কার্যকরী নয়-এমন অভিযোগ এনে রোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। পালানোর আগে তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।
এর আগে ২০১১ সালে হাসপাতালটির নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সিএনএন একটি ডকুমেন্টারি প্রকাশ করে। সেখানে এক প্রতিবেদক হাসপাতাল পরিদর্শনের সময় বন্দি অবস্থায় একজন রোগীর মৃতদেহ দেখতে পান বলে ডকুমেন্টারিতে উল্লেখ করেন।
এর পর আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন হাসপাতালটিতে মানবাধিকার লঙ্ঘিত হয় কিনা তা খতিয়ে দেখার জন্য অধিকতর তদন্তের আহ্বান জানায়।
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Saturday, May 11, 2013
অপহরণের ১০ বছর পর তিন নারী জীবিত উদ্ধার!
যুক্তরাষ্ট্রে ওহাইও অঙ্গরাজ্য থেকে অপহরণের এক দশক পর তিন নারীকে উদ্ধার
করা হয়েছে। সোমবার জরুরি সেবা নাম্বার ৯১১তে সাহায্যের জন্য তাদের একজনের
ফোন পাওয়ার পরেই ওহাইও’র ক্লিভল্যান্ডের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা
হয়। ওই বাড়ি থেকে তিন ভাইকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, তিনজনের মধ্যে আমেন্ডা বেরি পুলিশকে ফোন করেন এবং তাদের উদ্ধার করার অনুরোধ জানান।
তিনি ফোনে বলেন, “ আমাকে সাহায্য করুন, আমি আমেন্ডা বেরি। আমি অপহৃত হয়েছিলাম, আমি ১০ বছর যাবৎ নিখোঁজ। আমি এখানে, আমি এখন মুক্ত।”
এরপর দ্রুত পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে। এসময় একটি ছয় বছরের শিশুকে উদ্ধা করা হয়েছে।
২০০৩ সালের ২১ এপ্রিল ১৬ বছর বয়েসে আমেন্ডা বেরি তার চাকুরি থেকে ফেরার পথে অপহৃত হন। এর এক বছর পর ১৪ বছর বয়সে জিনা ডিজিজাস স্কুল থেকে ফেরার পথে এবং মিশেল নাইট ২০০২ সালে অপহৃত হন।
তিন নারীকে কিভাবে উদ্ধার করা হয় পুলিশ এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায় নি। তারা তিনজনই সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ
পুলিশ জানায়, তিনজনের মধ্যে আমেন্ডা বেরি পুলিশকে ফোন করেন এবং তাদের উদ্ধার করার অনুরোধ জানান।
তিনি ফোনে বলেন, “ আমাকে সাহায্য করুন, আমি আমেন্ডা বেরি। আমি অপহৃত হয়েছিলাম, আমি ১০ বছর যাবৎ নিখোঁজ। আমি এখানে, আমি এখন মুক্ত।”
এরপর দ্রুত পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে। এসময় একটি ছয় বছরের শিশুকে উদ্ধা করা হয়েছে।
২০০৩ সালের ২১ এপ্রিল ১৬ বছর বয়েসে আমেন্ডা বেরি তার চাকুরি থেকে ফেরার পথে অপহৃত হন। এর এক বছর পর ১৪ বছর বয়সে জিনা ডিজিজাস স্কুল থেকে ফেরার পথে এবং মিশেল নাইট ২০০২ সালে অপহৃত হন।
তিন নারীকে কিভাবে উদ্ধার করা হয় পুলিশ এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায় নি। তারা তিনজনই সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
১৯ ঘণ্টা পর সিরিয়ায় ইন্টারনেট চালু!
টানা
১৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিরিয়ায় আবার চালু হয়েছে ইন্টারনেট সুবিধা। গত
মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই ইন্টারনেট সংযোগ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে
পড়ে দেশটি। অপটিক্যাল ফাইবার কেব্লের ত্রুটির কারণেই এমনটি হয়েছে বলে
জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম। বিশেষজ্ঞরা অবশ্য এ কথা মানতে নারাজ। গত
নভেম্বরে টানা তিন দিন দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ ছিল। অনেকের ধারণা,
বিদ্রোহ দমাতে সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেছিল।
তানজিল আহমেদ জনি, সূত্র: বিবিসি
তানজিল আহমেদ জনি, সূত্র: বিবিসি
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Friday, May 10, 2013
ওমানে সড়ক দুর্ঘটনা : তিন বাংলাদেশিসহ পাঁচজন নিহত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত তিন বাংলাদেশি চট্টগ্রামের অধিবাসী বলে জানা গেছে। নিহত বাংলাদেশিরা হলেন আমানবাজার গ্রামের জসিম আল দীন, বোয়ালখালীর মোহাম্মদ দেলোয়ার, কাঞ্চনা গ্রামের হেফাজেতুর রহমান। আহত এক বাংলাদেশি ফুলতলা গ্রামের মোহাম্মদ জাফরের অবস্থাও আশঙ্কাজনক বলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
ওমানের পুলিশ জানিয়েছে, মাস্কটের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের সংযোগ সড়কে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি যাত্রীদের বহনকারী গাড়িটি বিপরীত দিক থেকে আসা ওমান পুলিশের এক ব্রিগেডিয়ারের ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ কর্তার গাড়িচালক এবং দুই বাংলাদেশি নিহত হন। ব্রিগেডিয়ার সেলিম বিন মোহাম্মদ আল রোয়াজসহ আহত দুজন পরে চিকিৎসাধীন অবস্থায় ওমানের সোহার রেফারেল হাসপাতালে মারা যান।
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Friday, April 12, 2013
পয়লা বৈশাখে ওবামার শুভেচ্ছা
বাংলা
নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিশ্বের সব বাংলাভাষী মানুষকে উষ্ণ শুভেচ্ছা
জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর পক্ষ থেকে
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান।
বিবৃতি জন কেরি বলেন, বিশ্বজুড়ে পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে আমি বাংলাভাষী সব মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালীরাও বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে বিশ্বের অন্য সব বাঙালী সম্প্রদায়ের মতো পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সঙ্গে এই নববর্ষ উদ্যাপন করবে।
নববর্ষ শুরু হওয়ার মধ্য দিয়ে, চলুন সবাই প্রত্যাশা ও পারস্পরিক প্রশংসার মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি উদ্যাপন করি। শুভ নববর্ষ!
বিবৃতি জন কেরি বলেন, বিশ্বজুড়ে পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে আমি বাংলাভাষী সব মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালীরাও বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে বিশ্বের অন্য সব বাঙালী সম্প্রদায়ের মতো পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সঙ্গে এই নববর্ষ উদ্যাপন করবে।
নববর্ষ শুরু হওয়ার মধ্য দিয়ে, চলুন সবাই প্রত্যাশা ও পারস্পরিক প্রশংসার মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি উদ্যাপন করি। শুভ নববর্ষ!
CLICK THIS ADD
Thursday, April 11, 2013
ধর্ষণ ঠেকাবে অন্তর্বাস
ভারতের নয়াদিল্লিতে গত ডিসেম্বরে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণ
করার ঘটনা সারা বিশ্বে হইচই ফেলে দেয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে
ভারতের সরকারের প্রচেষ্টার কোনো কমতি নেই। এ নিয়ে বসে নেই সে দেশের
প্রকৌশলীরাও। তাঁরা এক অভিনব অন্তর্বাস উদ্ভাবন করেছেন। এই অন্তর্বাসের
বৈদ্যুতিক শক ধর্ষণ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে।
নতুন এই অন্তর্বাস বাজারের সাধারণ অন্তর্বাস থেকে একটু আলাদা। এর নামকরণ করা হয়েছে সোসাইটি হারনেসিং ইকুইপমেন্ট (এসএইচই)। এতে এক ধরনের বিশেষ সংবেদী যন্ত্রাংশ থাকবে, যা ৩৮০০ কিলো ভোল্টের শক দিতে পারবে। কারও মাধ্যমে আক্রান্ত হলে যন্ত্রাংশটি চালু হবে। আর আক্রমণকারীকে ৮২ বারের চেয়ে বেশি শক দেওয়া যাবে। এই অন্তর্বাসের ভেতরের অংশে বিশেষ পলিমার থাকবে। এতে অন্তর্বাস পরা ব্যক্তির শরীরে শক লাগবে না।
অন্তর্বাসটির অন্যতম উদ্ভাবক চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মনীষা মোহন। এই উদ্ভাবনে তাঁকে সাহায্য করেছেন তাঁরই সহপাঠী রিম্পি ত্রিপাঠি ও নীলাদ্রি বসু পাল।
মনীষা আরও জানান, চলতি মাসের মধ্যে এই অন্তর্বাসের বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের কাজ চলছে। টাইমস অব ইন্ডিয়া।
অবস্থান শনাক্তকরণ যন্ত্রের সঙ্গে অন্তর্বাসের এসএইচই যন্ত্র যুক্ত থাকে।
অন্তর্বাস পরা কোনো মেয়েকে আক্রমণকারী নিগৃহীত করার চেষ্টা করলে তাৎক্ষণিক পুলিশ ও পরিবারের কাছে এসএমএস পাঠাবে।
যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে আক্রমণকারীকে নিবৃত্ত করতে শক দেবে। যার মাত্রা ৩৮০০ কিলোভোল্ট
আক্রান্ত হওয়া মাত্র টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে যন্ত্রটি সক্রিয় হবে।
নতুন এই অন্তর্বাস বাজারের সাধারণ অন্তর্বাস থেকে একটু আলাদা। এর নামকরণ করা হয়েছে সোসাইটি হারনেসিং ইকুইপমেন্ট (এসএইচই)। এতে এক ধরনের বিশেষ সংবেদী যন্ত্রাংশ থাকবে, যা ৩৮০০ কিলো ভোল্টের শক দিতে পারবে। কারও মাধ্যমে আক্রান্ত হলে যন্ত্রাংশটি চালু হবে। আর আক্রমণকারীকে ৮২ বারের চেয়ে বেশি শক দেওয়া যাবে। এই অন্তর্বাসের ভেতরের অংশে বিশেষ পলিমার থাকবে। এতে অন্তর্বাস পরা ব্যক্তির শরীরে শক লাগবে না।
অন্তর্বাসটির অন্যতম উদ্ভাবক চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মনীষা মোহন। এই উদ্ভাবনে তাঁকে সাহায্য করেছেন তাঁরই সহপাঠী রিম্পি ত্রিপাঠি ও নীলাদ্রি বসু পাল।
মনীষা আরও জানান, চলতি মাসের মধ্যে এই অন্তর্বাসের বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের কাজ চলছে। টাইমস অব ইন্ডিয়া।
অবস্থান শনাক্তকরণ যন্ত্রের সঙ্গে অন্তর্বাসের এসএইচই যন্ত্র যুক্ত থাকে।
অন্তর্বাস পরা কোনো মেয়েকে আক্রমণকারী নিগৃহীত করার চেষ্টা করলে তাৎক্ষণিক পুলিশ ও পরিবারের কাছে এসএমএস পাঠাবে।
যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে আক্রমণকারীকে নিবৃত্ত করতে শক দেবে। যার মাত্রা ৩৮০০ কিলোভোল্ট
আক্রান্ত হওয়া মাত্র টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে যন্ত্রটি সক্রিয় হবে।
Sunday, April 7, 2013
অনলাইনেই ধর্ষণ !!!
অনলাইনের বদলতে পৃথিবী জুড়ে ব্যাপক উন্নয়ন সম্ভাবনা সৃষ্টি হলেও, এর বিপরীতে অনাকাঙ্খিত ঘটনা ঘটছে অহরহ।
বাড়ছে শিশু-কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা।অনলাইনে যৌন নিপীড়নের শিকার হচ্ছে, নতুন বিড়ম্বনা হিসেবে এখানেই শেষ নয়। নিপীড়নের পাশাপাশি অপরাধ প্রবণতার মাত্রা বেড়ে ধর্ষণের ঘটনা ঘটছে প্রতিদিনই।
এএনআই-এর সূত্রমতে, গত চার বছরে এ অপরাধ বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। ইংল্যান্ড ও ওয়্যালস পুলিশের প্রায় ২৫টি দলের করা এক তদন্তে জানা যায়, অধিকাংশ ক্ষেত্রে শিশুরাই এ ধরনের হামলার শিকার হচ্ছে।
ইংল্যান্ড পুলিশের এ তদন্তে অনলাইন হামলা-সম্পর্কিত বিভিন্ন তথ্য উঠে আসে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অনলাইন যৌন নিপীড়নের মোট ১ হাজার ৬৪২টি অভিযোগ রয়েছে পুলিশের কাছে।
তথ্য স্বাধীনতা আইনের আওতায় করা এক পরিসংখ্যানে জানা যায়, চার বছর আগে যেখানে এ ধরনের ঘটনা ঘটেছিল ১৩৯টি, গত বছর এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬১৪টিতে। ২০০৯ সালে যেখানে ২২ জন ধর্ষণের শিকার হয়, সেখানে গত বছর আক্রান্ত হয় ১১৭ জন।
তাদের তদন্তে জানা যায়, হামলাকারীরা সামাজিক যোগাযোগ সাইটগুলোয় বিপুলসংখ্যক অ্যাকাউন্ট খুলছে। ব্যক্তিগত তথ্যের সাহায্যে হামলাকারীরা মেয়েদের চিহ্নিত করে তাদের বিশ্বাস অর্জন করে। তাদের জানানো তথ্যমতে, হামলার শিকার মোট ১ হাজার ৩৯৫ জনের অর্ধেকেরই বয়স ১৬ বছরের নিচে।
বর্তমান নিয়মানুযায়ী ১৩ বছরের নিচে কেউ সামাজিক যোগাযোগ সাইটগুলোয় অ্যাকাউন্ট খুলতে পারে না এবং ১৩ থেকে ১৮ বছরের
ব্যবহারকারীদের বার্তা পোস্টে নিয়ন্ত্রণ আরোপ করা থাকে। কিন্তু প্লাইমাউথ ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ডি ফিপেনের চার হাজার প্রাথমিক স্কুল পড়ুয়া শিশুর ওপর করা এক জরিপে দেখা যায়, এদের প্রায় ৪০ শতাংশের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে।
বাড়ছে শিশু-কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা।অনলাইনে যৌন নিপীড়নের শিকার হচ্ছে, নতুন বিড়ম্বনা হিসেবে এখানেই শেষ নয়। নিপীড়নের পাশাপাশি অপরাধ প্রবণতার মাত্রা বেড়ে ধর্ষণের ঘটনা ঘটছে প্রতিদিনই।
এএনআই-এর সূত্রমতে, গত চার বছরে এ অপরাধ বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। ইংল্যান্ড ও ওয়্যালস পুলিশের প্রায় ২৫টি দলের করা এক তদন্তে জানা যায়, অধিকাংশ ক্ষেত্রে শিশুরাই এ ধরনের হামলার শিকার হচ্ছে।
ইংল্যান্ড পুলিশের এ তদন্তে অনলাইন হামলা-সম্পর্কিত বিভিন্ন তথ্য উঠে আসে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অনলাইন যৌন নিপীড়নের মোট ১ হাজার ৬৪২টি অভিযোগ রয়েছে পুলিশের কাছে।
তথ্য স্বাধীনতা আইনের আওতায় করা এক পরিসংখ্যানে জানা যায়, চার বছর আগে যেখানে এ ধরনের ঘটনা ঘটেছিল ১৩৯টি, গত বছর এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬১৪টিতে। ২০০৯ সালে যেখানে ২২ জন ধর্ষণের শিকার হয়, সেখানে গত বছর আক্রান্ত হয় ১১৭ জন।
তাদের তদন্তে জানা যায়, হামলাকারীরা সামাজিক যোগাযোগ সাইটগুলোয় বিপুলসংখ্যক অ্যাকাউন্ট খুলছে। ব্যক্তিগত তথ্যের সাহায্যে হামলাকারীরা মেয়েদের চিহ্নিত করে তাদের বিশ্বাস অর্জন করে। তাদের জানানো তথ্যমতে, হামলার শিকার মোট ১ হাজার ৩৯৫ জনের অর্ধেকেরই বয়স ১৬ বছরের নিচে।
বর্তমান নিয়মানুযায়ী ১৩ বছরের নিচে কেউ সামাজিক যোগাযোগ সাইটগুলোয় অ্যাকাউন্ট খুলতে পারে না এবং ১৩ থেকে ১৮ বছরের
ব্যবহারকারীদের বার্তা পোস্টে নিয়ন্ত্রণ আরোপ করা থাকে। কিন্তু প্লাইমাউথ ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ডি ফিপেনের চার হাজার প্রাথমিক স্কুল পড়ুয়া শিশুর ওপর করা এক জরিপে দেখা যায়, এদের প্রায় ৪০ শতাংশের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে।
Friday, April 5, 2013
স্ত্রী-শোকে নয় খুন
ভারতের ছত্তিশগড় রাজ্যে স্ত্রীর শোকে আক্রান্ত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আজ বৃহস্পতিবার চার নারী ও পাঁচ শিশুকে হত্যা করেছেন।
এএফপির বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওই রাজ্যের জশপুর জেলার বেহরাতলি গ্রামে এ ঘটনা ঘটে। জশপুরের পুলিশপ্রধান গোবর্ধন সিং দারো এএফপিকে টেলিফোনে বলেন, বেহরাতলির পাণ্ডু নাগেসিয়াকে তাঁর স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর তাঁর কিছু মানসিক সমস্যা দেখা দেয়। আজ বৃহস্পতিবার তিনি তাঁর নয় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছেন।
গোবর্ধন সিং বলেন, ৩৫ বছর বয়সী পাণ্ডু দুই থেকে নয় বছর বয়সী পাঁচ মেয়ে-শিশু, ২৫ বছর বয়সী একজন এবং ষাটোর্ধ্ব দুজন নারীকে হত্যা করেছেন।
পুলিশপ্রধান বলেন, ‘পাণ্ডু প্রথম ২৫ বছর বয়সী নারী ও তাঁর দুই বছর বয়সী মেয়েকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর বাকিদের ওপর হামলা চালান।’
পুলিশপ্রধান নিশ্চিত করেন, কুঠারসহ পাণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে।
এএফপির বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওই রাজ্যের জশপুর জেলার বেহরাতলি গ্রামে এ ঘটনা ঘটে। জশপুরের পুলিশপ্রধান গোবর্ধন সিং দারো এএফপিকে টেলিফোনে বলেন, বেহরাতলির পাণ্ডু নাগেসিয়াকে তাঁর স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর তাঁর কিছু মানসিক সমস্যা দেখা দেয়। আজ বৃহস্পতিবার তিনি তাঁর নয় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছেন।
গোবর্ধন সিং বলেন, ৩৫ বছর বয়সী পাণ্ডু দুই থেকে নয় বছর বয়সী পাঁচ মেয়ে-শিশু, ২৫ বছর বয়সী একজন এবং ষাটোর্ধ্ব দুজন নারীকে হত্যা করেছেন।
পুলিশপ্রধান বলেন, ‘পাণ্ডু প্রথম ২৫ বছর বয়সী নারী ও তাঁর দুই বছর বয়সী মেয়েকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর বাকিদের ওপর হামলা চালান।’
পুলিশপ্রধান নিশ্চিত করেন, কুঠারসহ পাণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে।
Saturday, March 23, 2013
£1000 Earn every week
This is the right time to earn £1000 per week . LEO give u Royalty income. Next 100 week u will be get it .
what is the way ?
1. Join in LEO with any package.
LEO Packages name & price : 1. Lion code --- £ 10
2. Lion code + --- £ 20
3. Startup ------ £125
4. Business------£500
5. Professional ---£1000
2. Invite ur all friends to join in LEO .
3. Sell product package to suit their needs
( 100% money received from the selected products sales is used to pay out for Royalty bonus during this "100 power weeks" promotion )
4. This promotion will be start in JUNE 2013 but if u want to earn £1000 per week ,this is time u grow ur team in the world .
Join with Us . Ronak
Atique Rahman
LEO package & product website : webshop
Click here & download : 100 week income plan
Contact : Atique Rahman
Facebook: https://www.facebook.com/BOUNDOLA
skype : boundola
phone : +8801917749618
mail : boundola@ gmail.com
what is the way ?
1. Join in LEO with any package.
LEO Packages name & price : 1. Lion code --- £ 10
2. Lion code + --- £ 20
3. Startup ------ £125
4. Business------£500
5. Professional ---£1000
2. Invite ur all friends to join in LEO .
3. Sell product package to suit their needs
( 100% money received from the selected products sales is used to pay out for Royalty bonus during this "100 power weeks" promotion )
4. This promotion will be start in JUNE 2013 but if u want to earn £1000 per week ,this is time u grow ur team in the world .
Join with Us . Ronak
Atique Rahman
LEO package & product website : webshop
Click here & download : 100 week income plan
Contact : Atique Rahman
Facebook: https://www.facebook.com/BOUNDOLA
skype : boundola
phone : +8801917749618
mail : boundola@ gmail.com
LEO ,LEARN EARN OWN , MYLEOBUSINESS.COM,EARN MONEY , UK , BANGLADESH , INDIA , PAKISTAN, EGYPT, USA,GOOGLE.COM,YAHOOO.COM,YOUTUBE,BING,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO, LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LE
LEO ,LEARN EARN OWN , MYLEOBUSINESS.COM,EARN MONEY , UK ,
BANGLADESH , INDIA , PAKISTAN, EGYPT,
USA,GOOGLE.COM,YAHOOO.COM,YOUTUBE,BING,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO, LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEearn £1000 per weekO,earn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekFACEBOOK
Labels:
BD TOP NEWS,
EARN MONEY,
সারা দেশ,
সারা বিশ্ব
Monday, March 11, 2013
দিল্লিতে গণধর্ষণ: প্রধান আসামি রাম সিংয়ের আত্মহত্যা
ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত
প্রধান অভিযুক্ত আসামি রাম সিং আত্মহত্যা করেছেন। নয়াদিল্লির তিহার
কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় আজ সোমবার ভোর পাঁচটার দিকে তিনি
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো
হয়।
খবরে বলা হয়, তিহারের ৩ নম্বর কারাগারে আত্মহত্যা করেছেন রাম সিং। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নেওয়া হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেলছাত্রী গণধর্ষণের শিকার হন। ঘটনার ১৩ দিন পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়। রাম সিং বাসটির চালক ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর রাম সিংসহ অভিযুক্ত ছয়জনকে আটক করে পুলিশ।
খবরে বলা হয়, তিহারের ৩ নম্বর কারাগারে আত্মহত্যা করেছেন রাম সিং। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নেওয়া হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেলছাত্রী গণধর্ষণের শিকার হন। ঘটনার ১৩ দিন পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়। রাম সিং বাসটির চালক ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর রাম সিংসহ অভিযুক্ত ছয়জনকে আটক করে পুলিশ।
Sunday, March 10, 2013
যুক্তরাষ্ট্রের সাহসিকতা পুরস্কার পেলেন দিল্লির সেই ছাত্রী
<
>
বিশ্ব নারী দিবস উপলক্ষে সাহসিকতার জন্য গত শুক্রবার যুক্তরাষ্ট্র যে নয়জন
নারীকে পুরস্কৃত করেছে, তাঁদের মধ্যে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার
হওয়া নারীও রয়েছেন। ওই নারীর মর্মান্তিক মৃত্যু গোটা ভারতসহ বিশ্বের জন্য
ছিল এক শোকাবহ ঘটনা।
মেডিকেলের ওই ছাত্রী (২৩) গণধর্ষণের শিকার হওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তিনি পরে ‘নির্ভয়া’ হিসেবে পরিচিতি পান।
‘ইউএস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নির্ভয়া সম্পর্কে বলেন, তাঁর সাহস মানুষকে
ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে। অনুষ্ঠানে জন কেরি মেয়েটির বাবা-মায়ের পাঠানো
একটি বার্তা পড়ে শোনান। সেখানে তাঁরা বলেছেন, ‘যে কেবলই আমাদের কন্যা ছিল,
সে একদিন পুরো পৃথিবীর হয়ে উঠবে, তা আমরা কখন কল্পনাও করিনি।’
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত আরও তিন নারী অনুপস্থিত ছিলেন। এঁরা হলেন তিব্বতের কবি
সারিং ওয়েসার। তাঁকে চীনা কর্তৃপক্ষ পাসপোর্ট দেয়নি। বাকি দুজন হলেন
বর্তমানে গৃহ অন্তরীণ ভিয়েতনামের ব্লগার তা পঙ তান এবং সিরিয়ার
মানবাধিকারবিষয়ক আইনজীবী রাজান জেইতুনাহ। জেইতুনাহ বর্তমানে নিরাপত্তার
স্বার্থে আত্মগোপনে আছেন। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন
আফগান নারী মালালাই বাহাদুরি। তিনি আফগান ন্যাশনাল ইন্টারডিকশন ইউনিটের
প্রথম মহিলা সদস্য। আইন প্রয়োগকারী সংস্থায় নিজের ক্যারিয়ার গড়ার
চেষ্টাকালে চাচা তাঁর নাক ভেঙে দেন। এ ছাড়া রয়েছেন রুশ সাংবাদিক এলেনা
মিলাশিনা, নাইজেরিয়ার গণতান্ত্রিক কর্মী জোশেপিন অবিয়াজুলু অদুমাকিন,
সোমালিয়ার অ্যাকটিভিস্ট ফারতুন আদান এবং হন্ডুরাসের জুলিয়েটা ক্যাসেলানোস
নির্দোষ দাবি করলেন আবু ঘাইথ
ওসামা বিন লাদেনের জামাতা ও আল-কায়েদার একসময়ের মুখপাত্র সুলাইমান আবু ঘাইথ
যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত শুক্রবার তাঁকে
নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল কোর্টে যুক্তরাষ্ট্রের নাগরিক হত্যার
পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাজির করা হয়।
ওই বিচারকাজের সঙ্গে যুক্ত সরকারপক্ষের সহকারী আইনজীবী জন পি ক্রোনান জানান, গত ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর থেকে আবু ঘাইথ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যেসব কথা বলেছেন, তার ২২ পৃষ্ঠার একটি রেকর্ড আদালতে পড়ে শোনানো হয়। তবে ওই রেকর্ডটির বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। অপরদিকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা ও তাঁর গ্রেপ্তারের বিষয়টি এখনো ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের অন্যান্য কয়েদির মতোই নীল পোশাক পরিহিত আবু ঘাইথ বিচারপতির প্রশ্নের অল্প কথায় উত্তর দেন।
বিচারপতির নির্দেশে আবু ঘাইথের পক্ষে তিনজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তাঁদেরই একজন ফিলিপ এল ওয়েনস্টেন তাঁকে নির্দোষ দাবি করেন। আবু ঘাইথকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও তাঁর অধিকার সম্পর্কে জানান বিচারপতি কাপলান। পুরো প্রক্রিয়াটিই আরবিতে অনুবাদ করে জানানো হয়। তিনি হেডফোনে পুরো প্রক্রিয়াটি শোনেন। ওই শুনানির স্থায়িত্ব ছিল মাত্র ২০ মিনিট।
আইনজীবী ক্রোনান জানান, এই বিচারকাজ শুরু হবে তিন সপ্তাহ পর, তবে কোনো দিন ঠিক করা হয়নি।
উল্লেখ্য, বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের মধ্যে আবু ঘাইথের আল-কায়েদায় অবস্থান নিয়ে মতভেদ আছে। কিছু কর্মকর্তার মতে, আল-কায়েদায় তাঁর অবস্থান ততটা শক্তিশালী ছিল না। অপরদিকে কিছু কর্মকর্তা মনে করেন, তিনি ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্ব পালন করতেন।
ওই বিচারকাজের সঙ্গে যুক্ত সরকারপক্ষের সহকারী আইনজীবী জন পি ক্রোনান জানান, গত ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর থেকে আবু ঘাইথ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যেসব কথা বলেছেন, তার ২২ পৃষ্ঠার একটি রেকর্ড আদালতে পড়ে শোনানো হয়। তবে ওই রেকর্ডটির বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। অপরদিকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা ও তাঁর গ্রেপ্তারের বিষয়টি এখনো ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের অন্যান্য কয়েদির মতোই নীল পোশাক পরিহিত আবু ঘাইথ বিচারপতির প্রশ্নের অল্প কথায় উত্তর দেন।
বিচারপতির নির্দেশে আবু ঘাইথের পক্ষে তিনজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তাঁদেরই একজন ফিলিপ এল ওয়েনস্টেন তাঁকে নির্দোষ দাবি করেন। আবু ঘাইথকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও তাঁর অধিকার সম্পর্কে জানান বিচারপতি কাপলান। পুরো প্রক্রিয়াটিই আরবিতে অনুবাদ করে জানানো হয়। তিনি হেডফোনে পুরো প্রক্রিয়াটি শোনেন। ওই শুনানির স্থায়িত্ব ছিল মাত্র ২০ মিনিট।
আইনজীবী ক্রোনান জানান, এই বিচারকাজ শুরু হবে তিন সপ্তাহ পর, তবে কোনো দিন ঠিক করা হয়নি।
উল্লেখ্য, বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের মধ্যে আবু ঘাইথের আল-কায়েদায় অবস্থান নিয়ে মতভেদ আছে। কিছু কর্মকর্তার মতে, আল-কায়েদায় তাঁর অবস্থান ততটা শক্তিশালী ছিল না। অপরদিকে কিছু কর্মকর্তা মনে করেন, তিনি ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্ব পালন করতেন।
Subscribe to:
Posts (Atom)