Thursday, January 10, 2013

সাকিবকে পেছনে ফেললেন হাফিজ


পাকিস্তানের বিরুদ্ধে ভারত সিরিজে হেরেছে কিন্তু দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিন ম্যাচের মধ্যে দুটিতেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তিনি। তিন ম্যাচে সাত নম্বরে ব্যাটিং করেও ২০৩ রান করেছেন ধোনি। এর মধ্যে দুই ম্যাচেই ছিলেন অপরাজিত। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য আইসিসির কাছ থেকেও একটা পুরস্কার পেয়েছেন ভারতীয় অধিনায়ক। আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তার। ব্যাটসম্যানদের মধ্যে এখন চতুর্থ স্থানে ধোনি। র‌্যাংকিংয়ে উন্নতি ঘটানো ভারতের অপর দুই খেলোয়াড় সুরেশ রায়না ২৬তম (একধাপ উন্নতি) ও যুবরাজ সিং ৪১তম। অন্যদিকে এক ধাপ নিয়ে নেমে গেছেন বিরাট কোহলি। এখন তিনি রয়েছেন তৃতীয় স্থানে।
ব্যাটিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে পাকিস্তানি ওপেনার নাসির জামশেদের। ৪৫ ধাপ ওপরে উঠে তিনি রয়েছেন ৩১তম স্থানে। চেন্নাই ও কলকাতায় পর পর দুটি সেঞ্চুরিসহ উভয় দলের মধ্যেই সিরিজে সর্বোচ্চ ২৪১ রান করেন তিনি। ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও পেয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। খেলোয়াড়ি জীবনের সেরা ৫৮৮ রেটিং পয়েন্ট অর্জন করেন নাসির। ব্যাটিংয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে দুই প্রোটিয়াস ব্যাটসম্যান হাশিম আমলা ও এবিডি ভিলিয়ার্স। আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে সেরা বিশে ভারতের একমাত্র বোলার রবিচন্দ্রন অশ্বিন। গতকাল প্রকাশিত র‌্যাংকিংয়ে দুই ধাপ অবনমন হয়ে তিনি রয়েছেন সপ্তম স্থানে। ভারতীয় পেসার ইশান্ত শর্মা ২৪ ধাপ এগিয়ে রয়েছেন ৭২তম স্থানে। আর পাকিস্তানের দুই বোলার সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ রয়েছেন যথাক্রমে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে। সিরিজে ১০.৭৫ গড়ে মোট ৮ উইকেট নেওয়া শীর্ষ বোলার আজমল খেলোয়াড়ি জীবনের সেরা ৮০১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। অল রাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে ভারতের রবীন্দ জাদেজা রয়েছেন সপ্তম স্থানে। আর সাকিবকে পেছনে ফেলে শীর্ষে রয়েছেন পাকিস্তানের হাফিজ। 

No comments: