রাশিয়ার উরাল এলাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি খনিতে পাঁচ হাজার
ক্যারেটের বিরল এক পান্না পাওয়া গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এখনো
পান্নাটির মূল্য নির্ধারণ করা হয়নি। আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ
কথা জানানো হয়।
কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরির মুখপাত্র সিথলানা কালিনিনা বলেন, এটি দারুণ সুন্দর একটি পান্না।
গাঢ় সবুজ রঙের খানিকটা স্বচ্ছ রত্নটির ওজন এক কিলোগ্রাম। তবে এর মূল্য কত
হবে, তা রাষ্ট্রীয় মূল্যবান ধাতব ও রত্নভান্ডার কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা
এখনো নির্ধারণ করেননি।
রাশিয়ার উরাল এলাকায় পাওয়া পান্না প্রক্রিয়াজাত করার পর গুণগত মান ও রং
প্রায় অক্ষত থাকে। এ জন্য এ ধরনের পান্নার চাহিদাও অনেক বেশি।
মালিশেভস্কয়ি খনিতে এর আগে গত বছর তিন হাজার ১৮৭ ক্যারেটের পান্না পাওয়া গিয়েছিল।
কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরি এ বছর প্রথমবারের মতো পান্না নিলামে তোলে।
৫০ কেজি ওজনের নানা ধরনের পান্না প্রায় ১০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর পান্নার মূল্য ১০ শতাংশ হারে বাড়ে। খনি থেকে
আহরিত পান্না সংগ্রহের আগ্রহ ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রের সংগ্রাহকদের
মধ্যে বেশি দেখা যায়।
বিশ্বের সবচেয়ে বেশি পান্না হয় কলম্বিয়ায়। পৃথিবীর মোট চাহিদার ৫০ থেকে ৯৫ শতাংশ পান্নার জোগান দেয় দেশটি।