Sunday, March 17, 2013

ওবামা মিথ্যাবাদী: পেলিন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন রিপাবলিকান দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন।
আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল শনিবার ওয়াশিংটনের কাছে কনজারভেটিভ পলিটিকেল অ্যাকশন কনফারেন্সে পেলিন এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক এই নেতা বলেন, ‘বারাক ওবামা সর্বকালের মধ্যে সবচেয়ে স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বারাক ওবামা, আপনি মিথ্যে বলেছেন।’
এ বক্তব্যের পর সেখানে অবস্থিত রিপাবলিকান আইনপ্রণেতা ও রক্ষণশীল কর্মীরা হাততালি দেন।
পেলিন তাঁর ভাষণে মার্কিন প্রতিনিধি পরিষদের এক রিপাবলিকান সদস্যের বক্তব্যের পুনরাবৃত্তি করেন। ২০০৯ সালে কংগ্রেসে অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবা নিয়ে ভাষণ দেওয়ার সময় ওবামার বিরুদ্ধে ওই রিপাবলিকান সদস্য মিথ্যা বলার অভিযোগ তোলেন।
পেলিন তাঁর বক্তৃতায় রিপাবলিকান দলকে রক্ষণশীল মূল্যবোধ ধারণ করারও আহ্বান জানান।