
দিনের প্রথম বলেই আশরাফুলের বিরুদ্ধে তারস্বরে আবেদন করেছিলেন তিলকরত্নে দিলশান। কিন্তু আম্পায়ার দিলশানের ওই আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ খুঁজে পাননি। কিন্তু ওই আবেদনটি আশরাফুলের আত্মবিশ্বাসকে কী একটু চিড় ধরিয়ে দিয়ে যায়নি! হেরাথের বলটি মিডল স্টাম্পে পিচ করে বেরিয়ে যাচ্ছিল। সেই বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়েই নিজের বিপর্যয় ডেকে আনেন আশরাফুল।