সাকিব
আল হাসানকে চুক্তিবদ্ধ করেছে ইংলিশ কাউন্টি দল লিস্টারশায়ার। ফ্রেন্ডস
লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতার এবারের মৌসুমে লিস্টারশায়ারের হয়ে দেখা
যাবে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারকে।
ক্রিকইনফোর খবরে বলা হয়, এ মৌসুমে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে সাকিবকে চুক্তিবদ্ধ করেছে লিস্টারশায়ার। তবে খবরে চুক্তির বিস্তারিত জানানো হয়নি। এর আগে সাকিব খেলেছেন কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে।
আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় সবার ওপরে সাকিব। টেস্টে আছেন দুই নম্বরে। আর টি-টোয়েন্টির অলরাউন্ডারের তালিকায় সাকিবের অবস্থান সপ্তম। এমন একজন ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত লিস্টারশায়ারের প্রধান কোচ ফিল হুইটিকেস। তিনি বলেন, ‘আমি সত্যি আনন্দিত। আমরা এমন একজনকে চুক্তিবদ্ধ করতে পেরেছি, যে ওয়ানডেতে বিশ্বের সেরা অলরাউন্ডার।’
২৬ বছর বয়সী সাকিবকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের প্রধান নির্বাহী মাইক সিডালও। তিনি বলেন, ‘সাকিবের মতো অভিজ্ঞ ও প্রতিভাধর একজন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। টি-টোয়েন্টিতে তাঁর রেকর্ড অসাধারণ। দলে তাঁকে দেখার অপেক্ষায় আছি আমি।’
পায়ে অস্ত্রোপচার হওয়ায় আপাতত ক্রিকেটের বাইরে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার সিডনিতে গত ২৬ ফেব্রুয়ারি ডান পায়ের কাফ মাসলে অস্ত্রোপচার হয় তাঁর। এ কারণে শ্রীলঙ্কা সফরে ছিলেন না। সফল অস্ত্রোপচার শেষে ৬ মার্চ সন্ধ্যায় দেশে ফেরেন তিনি। আগামী মাসের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে সফরে দেশের হয়ে মাঠে নামতে আশাবাদী সাকিব।
ক্রিকইনফোর খবরে বলা হয়, এ মৌসুমে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে সাকিবকে চুক্তিবদ্ধ করেছে লিস্টারশায়ার। তবে খবরে চুক্তির বিস্তারিত জানানো হয়নি। এর আগে সাকিব খেলেছেন কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে।
আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় সবার ওপরে সাকিব। টেস্টে আছেন দুই নম্বরে। আর টি-টোয়েন্টির অলরাউন্ডারের তালিকায় সাকিবের অবস্থান সপ্তম। এমন একজন ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত লিস্টারশায়ারের প্রধান কোচ ফিল হুইটিকেস। তিনি বলেন, ‘আমি সত্যি আনন্দিত। আমরা এমন একজনকে চুক্তিবদ্ধ করতে পেরেছি, যে ওয়ানডেতে বিশ্বের সেরা অলরাউন্ডার।’
২৬ বছর বয়সী সাকিবকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের প্রধান নির্বাহী মাইক সিডালও। তিনি বলেন, ‘সাকিবের মতো অভিজ্ঞ ও প্রতিভাধর একজন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। টি-টোয়েন্টিতে তাঁর রেকর্ড অসাধারণ। দলে তাঁকে দেখার অপেক্ষায় আছি আমি।’
পায়ে অস্ত্রোপচার হওয়ায় আপাতত ক্রিকেটের বাইরে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার সিডনিতে গত ২৬ ফেব্রুয়ারি ডান পায়ের কাফ মাসলে অস্ত্রোপচার হয় তাঁর। এ কারণে শ্রীলঙ্কা সফরে ছিলেন না। সফল অস্ত্রোপচার শেষে ৬ মার্চ সন্ধ্যায় দেশে ফেরেন তিনি। আগামী মাসের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে সফরে দেশের হয়ে মাঠে নামতে আশাবাদী সাকিব।