গল টেস্টে যেন সেঞ্চুরির মেলা বসেছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার তিনজন
ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। পাল্লা দিয়ে সমান তিনটি সেঞ্চুরি করলেন
বাংলাদেশি ব্যাটসম্যানরাও।গলে সর্বশেষ সেঞ্চুরিটা এসেছে নাসির হোসেনের ব্যাট থেকে। ব্যক্তিগত ১০০ রানে আউট হয়েছেন তিনি। এর আগে টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। আশরাফুল আউট হন ১৯০ রান করে।
প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।
Social Plugin