২০০২, ২০০৩, ২০০৪, ২০০৭, ২০০৮ সালের পর এবার ২০১৩। রেকর্ড ষষ্ঠবারের মতো
মায়ামি শিরোপা জিতলেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
মায়ামিতে রেকর্ড শিরোপা জয়ের পথে কাল শনিবার রাশিয়ার মারিয়া শারাপোভাকে
৪-৬, ৬-৩, ৬-০ গেমে হারান সেরেনা। ম্যাচশেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে
সেরেনা জানিয়েছেন, ‘ষষ্ঠবারের মতো শিরোপা জেতাটা দারুণ। এই পর্যায়ে আসতে
পারব, প্রতিযোগিতার শুরুতে সত্যি ভাবিনি আমি। তবে শেষ পর্যন্ত সব বাধা
অতিক্রম করতে পেরেছি বলে ভালো লাগছে।’
মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ে বর্তমানে সেরেনা শীর্ষে। শারাপোভার অবস্থান
দ্বিতীয়। স্বাভাবিকভাবেই ম্যাচের আগে দারুণ একটা লড়াইয়ের আভাস পাওয়া
যাচ্ছিল। তবে সেটা হয়নি। শারাপোভার বিপক্ষে টানা ১১তম জয় পেতে মোটেই বেগ
পেতে হয়নি সেরেনাকে।
ম্যাচশেষে শারাপোভা বলেন, ‘আমি বেশ কিছু সুযোগ পেয়েছি। কিন্তু ম্যাচটা
জিততে পারিনি। আমি খেলছিলাম, তবে অবশ্যই তা জয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল না।
CLICK THIS PIC :