
খবরে বলা হয়, তিহারের ৩ নম্বর কারাগারে আত্মহত্যা করেছেন রাম সিং। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নেওয়া হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেলছাত্রী গণধর্ষণের শিকার হন। ঘটনার ১৩ দিন পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়। রাম সিং বাসটির চালক ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর রাম সিংসহ অভিযুক্ত ছয়জনকে আটক করে পুলিশ।