READY FOR " DON 3 "

বলিউডের অন্যতম সিরিজ চলচ্চিত্র 'ডন' রিমেকের তৃতীয় সিক্যুয়ালের জন্য এরইমধ্যে প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নিয়েছেন শাহরুখ। 'ডন'-এর দুর্দান্ত সাফল্যের পর 'ডন-টু'তেও হতাশ করেননি শাহরুখ। বরং পেয়েছেন আগের চেয়ে বেশি ব্যবসা এবং প্রশংসা। তাই এর সিক্যুয়ালের জন্য মোটেও দেরি করতে চান না তিনি। আর এবারের সিক্যুয়ালটিও নির্মাণ করবেন ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধেই। এরইমধ্যে শাহরুখ ও ফারহান 'ডন থ্রি' নিয়ে প্রাথমিক আলোচনাও শেষ করে ফেলেছেন। খুব শীঘ্রই তাদের প্রস্তুতি পর্বেরও সমাপ্তি ঘটবে।