ভারতে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার হোলি ও দোল উৎসব উদযাপনের সময় বিভিন্ন ঘটনায় ৬১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রাজধানী দিল্লিতে আটজন, ওডিশায় ১০ জন, অন্ধ্র প্রদেশ, গুজরাট ও
উত্তর প্রদেশে ২৫ জন এবং পশ্চিমবঙ্গে ১০ জনসহ মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।
রং খেলা কেন্দ্র করে সংঘর্ষ, জোর করে রং দেওয়া, রং খেলার পর গোসল করতে
গিয়ে পানিতে ডুবে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এসব মৃত্যুর ঘটনা
ঘটে। এ ছাড়া উত্তর প্রদেশে বিষাক্ত মিষ্টি খেয়ে আটজনের মৃত্যু হয়।
হোলি উত্সবের দিন দিল্লিতে ১০ হাজার ৩৩৯ জনের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় আইনি
ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। পশ্চিমবঙ্গের কলকাতা শহরে প্রকাশ্যে
মদ্যপান, জোর করে রং দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ ৯৬৭ জনকে
গ্রেপ্তার করেছে।