সাভারের হেমায়েতপুরে একটি কারখানায় রড কাটার যন্ত্র বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হেমায়েতপুরে নির্মাণাধীন জালালাবাদ গ্রুপের টিনের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন: দিনাজপুরের বীরগঞ্জের আনোয়ারুল ইসলাম (২২) ও
ঠাকুরগাঁওয়ের কমল (১৮)। হতাহত ব্যক্তিরা ওই কারখানার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক আবদুল বাসেত জানান, আজ সকালে কারখানায়
চারজন শ্রমিক ওই যন্ত্র দিয়ে রড কাটার কাজ করছিলেন। এ সময় বিকট শব্দে
যন্ত্রটি বিস্ফোরিত হলে এর বিভিন্ন যন্ত্রাংশ ওই শ্রমিকদের শরীরে লেগে
তাঁদের অঙ্গপ্রত্যঙ্গ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে
আনোয়ারুল নিহত হন। আহত তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যাওয়ার পথে কমলের মৃত্যু হয়।
কারখানার প্রকৌশলী মো. মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাভার থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লাশ দুটি এখন পুলিশ
হেফাজতে আছে।
Social Plugin