Thursday, March 21, 2013

তিন দিনের শোক পালন করছে বিএনপি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে আজ থেকে তিন দিনের শোক পালন শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি। প্রয়াত রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে যা যা করণীয়, তা পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রাষ্ট্রঘোষিত তিন দিনের শোকের সময় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখছে দলটি। সারা দেশে এই নির্দেশ পাঠানো হয়েছে। শোক পালনে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণও করছেন।
বিএনপি জানিয়েছে, রাষ্ট্রপতির মৃত্যুর কারণে বিএনপি ও দলীয় চেয়ারপারসনের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এই তিন দিন দলের কোনো পর্যায়ে কোনো ধরনের কর্মসূচি পালিত হবে না।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে রাষ্ট্র শোক ঘোষণা করেছে। বিএনপি তা যথাযোগ্য মর্যাদায় পালন করবে। তাঁর সম্মানে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।
বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান গত বুধবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।