Sunday, March 24, 2013

তামিমের শ্রীলঙ্কা সফর শেষ

চোট যেন পিছু ছাড়ছে না তামিম ইকবালের। কবজির চোট কাটিয়ে মাঠে ফিরতে না ফিরতেই আবার মাঠের বাইরে চলে যেতে হচ্ছে বাংলাদেশ দলের এই মারকুটে তারকাকে। কাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ সেঞ্চুরি হাঁকানো তামিম ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছিলেন। সেই ব্যথা শেষ পর্যন্ত তামিমকে ছিটকে দিয়েছে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে।
বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং জানিয়েছেন, তামিমের আঘাতটা গুরুতর হওয়ায় তিনি শ্রীলঙ্কা সফরে আর মাঠে নামতে পারবেন না।
গত ফেব্রুয়ারিতে বিপিএলের সময়ই কবজিতে চোট পেয়েছিলেন তামিম। ওই চোটই শ্রীলঙ্কা সফরে গল টেস্টে তাঁকে বসিয়ে রেখেছিল মাঠের বাইরে। কলম্বো টেস্ট খেলেছেন, পেয়েছেন ফিফটিও। কাল হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি হাঁকানোর পরপরই চোটের কারণে তামিমের মাঠের বাইরে চলে যাওয়াটা বাংলাদেশ দলের জন্য ভয়ানক এক দুর্ভাগ্যই।