দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি আর ওয়ানডে দল দুটোতেই অধিনায়ক থাকা গ্রায়েম স্মিথ এবার একটি দলের অধিনায়কত্ব ছাড়ছেন। তাঁর জায়গায় দক্ষিণ আফ্র্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে বোথাকে। জানা যায় স্মিথের ওপর চাপ কমাতেই এটা করা হয়েছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা বোথাকে অধিনায়ক করার কথা জানিয়ে বলেছেন, ‘সর্বসম্মতভাবে বোর্ড বোথাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে। ওর ওপর আমাদের আস্থা আছে, ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালোভাবে দল পরিচালনা করতে পারবে।’অধিনায়কত্বটা চাপ হয়ে কাঁধের ওপর বসবে না বলে মনে করেন বোথাও, ‘আগে গ্রায়েমের অনুপস্থিতিতে আমি যখন অধিনায়কত্ব করেছি, উপভোগই করেছি। আমি উন্মুখ হয়ে আছি।’
মাজোলা অবশ্য টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়া স্মিথকে সংকটে হাল ধরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন। তবে স্মিথের কোচ কোরি ফন জিল এ ব্যাপারে আগে থেকে নাকি কিছুই জানতেন না!
No comments:
Post a Comment