পল্টন থানায় করা দুটি মামলায় বিএনপির নেতা জয়নুল-রিজভী-আমানসহ ১৫৩ জনকে মোট ১৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে এ আবেদন করা হয়।আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর আসামিদের ১০ দিনের এবং একই থানার এসআই মাহবুবুল হাসান দ্রুত বিচার আইনে করা মামলায় আরও সাত দিনের রিমান্ডের আবেদন জানান।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল সোমবার ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় আজ ওই দুটি মামলা করা হয়।
এই দুই মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমানউল্লাহ আমান, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।