Sunday, March 31, 2013
কথা বলছেন রাইডার
কথা বলতে পারছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডার। কোমার ধকল কাটিয়ে তিনি গতকাল কথা বলেছেন তার ম্যানেজার অ্যারোন ক্লে, তার মা এবং মেয়ে বন্ধুর সঙ্গে। তবে আক্রমণের সময়ের কথা তিনি কিছুই মনে করতে পারছেন না। শুধু সন্ত্রাসীদের হামলার দিন ওয়েলিংটনের হয়ে ব্যাট হাতে ক্যান্টরবুরির বিপক্ষে ‘ডাক’ মেরেছিলেন এতটুকুই তার মনে আছে। এরপর আর কি হয়েছে তিনি কিছুই বলতে পারছেন না। অ্যারোন ক্লে বলেন, কোন ধরনের সমস্যা ছাড়াই রাইডার এখন শ্বাস নিতে পারছেন। তবে পূর্ণ সুস্থ হতে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। কয়েক দিন আমার মুখে হাসি ছিল না। আজ আমি হাসতে পারছি। বুধবার রাত সাড়ে ১২টার পর আইকম্যান নামক একটি পানশালার সামনে দুষ্কৃতকারীদের নৃশংস হামলার স্বীকার হন তিনি। এতে তার মাথা ফেটে যায় ও ফুসফুসে মারাত্মক জখম হয়। হাসপাতালে নেয়ার পর গভীর কোমায় চলে যান তিনি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ভিডিও ফুটজ দেখে তার ওপর হামলার সন্দেহে ২০ ও ৩৭ বছর বয়সী আটক দু’জনকে ৪ঠা এপ্রিল আদালতে হাজির করা হবে।
CLICK THIS PIC :