Monday, March 18, 2013

চীনে ৪০ বছরে ৩৩ কোটি গর্ভপাত

জনসংখ্যা নিয়ন্ত্রণের কর্মসূচি গ্রহণের পর গত ৪০ বছরে চীনে প্রায় ৩৩ কোটি গর্ভপাত হয়েছে। চীনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। সরকার ১৯৮০ সালে গৃহীত এক সন্তান নীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ নীতি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো এগিয়ে নেবে বলে মনে করছে তারা।
চলতি বছরের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জনসংখ্যার বিভিন্ন হিসাব-নিকাশ তুলে ধরে। এতে দেখা যায়, ১৯৭১ থেকে ২০১০ সাল পর্যন্ত মোট ৩২ কোটি ৮৯ লাখ গর্ভপাত ঘটানো হয়েছে। এর কিছু দিন আগেই সরকার সন্তান কম নিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এসব কর্মসূচির অংশ হিসেবে ১৯৮০ সালে কার্যকরি হয় এক সন্তান নীতি। তবে প্রত্যন্ত কিছু অঞ্চল, নৃ-তাত্তি্বক জনগোষ্ঠী এবং স্বামী-স্ত্রী উভয়ই মা-বাবার একমাত্র সন্তান হওয়ার ক্ষেত্রে এ নীতি শিথিল করা হয়। বিশেষ করে প্রথম সন্তান মেয়ে হলে প্রত্যন্ত অঞ্চলে দ্বিতীয় সন্তানের অনুমতি দেওয়া হয়।
২০১০ সালের সর্বশেষ আদমশুমারিতে বলা হয়, এক সন্তান নীতি না থাকলে দেশের বর্তমান জনসংখ্যা আরো ৪০ কোটি বেশি থাকত। দেশটির বর্তমান জনসংখ্যা ১৩৫ কোটিরও বেশি।
এদিকে গত রবিবার জাতীয় আইনপ্রণয়নকারী পরিষদের বার্ষিক সভায় পরিবার পরিকল্পনা নীতিমালার কিছু মৌলিক পরিবর্তন আনা হয়। তবে নীতিমালায় এক সন্তান নীতি অব্যাহত রাখা হয়। জাতীয় জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কমিশন (এনপিএফপিসি) জানায়, এক সন্তান নীতি জনসংখ্যা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখায় এটি অব্যাহত থাকবে। মন্ত্রীসভার কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মা কাই নীতিমালা পরিবর্তন সম্পর্কে বলেন, 'এটি পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরো এগিয়ে নেবে।' সূত্র : টাইমস অব ইন্ডিয়া।