পিঠে খচমচে ব্যথা, মাঝেমধ্যে একটু জ্বলাপোড়া—এই অস্বস্তিকর অনুভূুতি নিয়ে
তিন বছরের বেশি সময় পার করেছেন তিনি। সম্প্রতি পিঠের ওই স্থানে নখের ডগা
দিয়ে টের পান ধাতব শক্ত কিছু আটকে আছে ভেতরে। আর তা ৭ দশমিক ৫ সেন্টিমিটার
দীর্ঘ এক ছুরির ফলা। পরে তা অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়।
দুর্ভোগ পোহানো ওই ব্যক্তি কানাডার নর্থওয়েস্ট অঞ্চলের বাসিন্দা বিলি
মেকনিলি (৩২)। ছুরির ফলা আবিষ্কারের পরই তিনি তিন বছরের বেশি সময় আগে এক
সংঘর্ষে পিঠে ছুরিকাঘাত খাওয়ার বিষয়টি ধরতে পারেন।
২০১০ সালের এপ্রিলে কুস্তি খেলা দেখতে যান বিলি। সেখানে তিনি এক সংঘর্ষে
জড়িয়ে পড়েন। এ সময় তাঁর পিঠে ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে
প্রতিপক্ষ। চিকিত্সকের কাছে গেলে তিনি ছুরিকাঘাতের ক্ষত সেলাই করে দেন।
ছুরির ফলা যে ভেতরে আটকে আছে, তা টের পাননি তিনি। বিলিও তখন কিছু মালুম
করেননি।
পরে পিঠের ক্ষত শুকিয়ে গেলেও বিলির পিঠে অস্বস্তিকর অনুভূতি শুরু হয়।
কিছুদিন আগে পিঠ চুলকানোর সময় নখে কিছু একটা শক্ত ও ধারালো জিনিস অনুভব
করেন বিলি। পরে তাঁর প্রেমিকা স্টেফানি সায়েন পিঠের ভেতর আটকে থাকা ছুরির
ফলাটি লক্ষ করেন।
সায়েন বলেন, ‘বিলির পিঠে ছুরির ফলাটি দেখে আমি ভয় পেয়ে যাই। ওটা তখনই চিমটা দিয়ে টেনে তোলার ইচ্ছা হয়েছিল।’
পরে বিলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক বিলির পিঠে ওই জায়গাটি কেটে ধারালো ছুরির ফলাটি বের করেন।