Thursday, March 28, 2013
চিকিৎসক হয়ে ৩০০ রোগীকে হত্যা!
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউয়ের বিছানা খালি করতে ৭ রোগীকে
হত্যা করেছেন নারী চিকিৎসক ভার্জিনিয়া সোয়ারেস ডি সুজা। এমন অভিযোগ আগেই
আনা হয়েছে। ব্রাজিলের ৫৬ বছর বয়সী এ চিকিৎসক তার উদ্দেশ্য চরিতার্থ করতে
৩০০ রোগীকে হত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের
তদন্ত কর্মকর্তারা। এ ঘটনা ঘটেছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় কিউরিটিবা
অঞ্চলের ইভানজেলিকো হাসপাতালে। গত মাসে ৭ রোগীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার
করা হয় তাকে। ভার্জিনিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ২০টি অভিযোগ আনা হয়েছে। আরও
৩০০ অভিযোগ আনা হতে পারে তার বিরুদ্ধে। একা নয়, সহযোগীদের নিয়ে এ হত্যাযজ্ঞ
চালিয়েছেন তিনি। ৩ চিকিৎসক ও ৩ নার্সের বিরুদ্ধে তাকে সহায়তার অভিযোগ আনা
হয়েছে। তিনি ও তার সহযোগীরা রোগীদের দেহে পেশী শিথিল করা ওষুধ প্রয়োগ ও
অক্সিজেন সরবরাহ কমিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা
সংস্থা রয়টার্স। টেলিফোনে রেকর্ড করা কথোপকথন থেকে তার এ ভয়াবহ ইচ্ছার কথা
জানতে পেরেছেন তদন্ত কর্মকর্তারা। অবশ্য ভার্জিনিয়ার আইনজীবী তার মক্কেলকে
নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।