Monday, March 4, 2013

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৭১

অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্রের ১ নম্বর অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
 বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. Being busy বা ব্যস্ত থাকা ইংরেজি কোন শব্দের আক্ষরিক অর্থ?
ক. Business খ. Commerce
গ. Trade ঘ. Industry
২. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবাসামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সংশ্লিষ্ট সব বৈধ অর্থনৈতিক কাজকে কী বলে?
ক. ব্যবসা খ. বাণিজ্য
গ. পণ্য বিনিময় ঘ. আত্মকর্মসংস্থান
৩. নিচের কোনটি ব্যবসার সমীকরণ?
ক. B = I+T+AT খ. B = IT+TA+TE
গ. B = TM+IAT+TEM ঘ. B = I+EAT
৪. ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. মূলধন বৃদ্ধি খ. কর্মসংস্থান সৃষ্টি
গ. অর্থ উপার্জন ঘ. জাতীয় সম্পদের সদ্ব্যবহার
৫. ‘বিক্রির অভিপ্রায়’কে চিহ্নিত করা যায় ব্যবসার— i. কার্যাবলি হিসেবে
ii. উদ্দেশ্য হিসেবে iii. বৈশিষ্ট্য হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. iii
৬. খনিজ তেলকে পরিশোধন করে অকটেন, পেট্রল, কেরোসিন ইত্যাদি প্রস্তুত কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. সংযোজন শিল্প খ. বিশ্লেষণ শিল্প
গ. যৌগিক শিল্প ঘ. সমন্বিত শিল্প
৭. ট্রেড কোন ধরনের বাধা দূর করে?
ক. স্থানগত খ. ব্যক্তিগত গ. সময়গত ঘ. অর্থগত
৮. বাদশা মিয়া ঢাকার হাজারীবাগ বাজার থেকে প্রতিদিন সকালে টাটকা শাকসবজি কিনে ভ্যানগাড়িতে করে ঝিগাতলার বিভিন্ন এলাকায় বিক্রি করেন। বাদশা মিয়া কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. ব্যক্তিগত ও স্থানগত খ. সময়গত ও অর্থগত গ. ঝুঁকিগত ও স্থানগত ঘ. অর্থগত ও ব্যক্তিগত
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কামরুল ‘শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’ থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়িতে একটি ‘ডেইরি ফার্ম’ গড়ে তোলেন। হঠাৎ গরুর খুরারোগ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় সে চিন্তিত হয়ে পড়ল।
৯. উদ্দীপকে বর্ণিত ফার্মটি কোন ধরনের শিল্প?
ক. উৎপাদন খ. সেবামূলক গ. প্রজনন ঘ. নির্মাণ
১০. খুরারোগ থেকে কামরুলের ব্যবসার মূলধন রক্ষার্থে করণীয়— i. ফার্মের সব গরু বিক্রি করা
ii. নিয়মিত খুরারোগের প্রতিষেধক ব্যবহার করা
iii. অন্য কোনো ব্যবসায় পুঁজি স্থানান্তর করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১১. ব্যবসা সফল হওয়ার জন্য কোন উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
ক. সামাজিক দায়িত্ব পালন
খ. ভোক্তার সন্তুষ্টি অর্জন
গ. অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য বিক্রি
ঘ. অধিক উৎপাদন
১২. বিভিন্ন দ্রব্যের মৌলিক মানের সীমা নির্ধারণকে কী বলে?
ক. প্রমিতকরণ খ. পর্যায়িতকরণ
গ. বাজারজাতকরণ ঘ. মোড়কীকরণ
১৩. নিচের কোনটি ব্যবসার বৈশিষ্ট্য নয়?
ক. উপযোগ সৃষ্টি খ. বিক্রির অভিপ্রায়
গ. মুনাফা অর্জন ঘ. দূরদৃষ্টি
১৪. খাল-বিল, নদী ও সাগর থেকে মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত?
ক. সর্জন খ. প্রজনন গ. নিষ্কাশন ঘ. সেবা পরিবেশক
১৫. নিচের কোনটি প্রত্যক্ষ-সেবার উদাহরণ?
ক. মৎস্য চাষ খ. সাংবাদিকতা
গ. বিদ্যুৎ উৎপাদন ঘ. রাস্তাঘাট নির্মাণ
১৬. মো. মেহেদী আলু উৎপাদনের মৌসুমে কম মূল্যে আলু কিনে কোল্ডস্টোরে সংরক্ষণ করেন এবং পরবর্তী সময়ে অধিক দামে বিক্রি করেন। মেহেদীর ব্যবসাটি ব্যবসার কোন বিভাগের আওতাধীন?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ-সেবা ঘ. পণ্যবিনিময়
১৭. ঢাকা ও তার আশপাশের এলাকাগুলোয় অধিক পরিমাণে শিল্পকারখানা গড়ে ওঠার গুরুত্বপূর্ণ কারণ কোনটি?
ক. সহজে শ্রমিক পাওয়া যায় বলে
খ. ব্যবসায় পরিবেশের অনুকূল উপাদানের জন্য
গ. কাঁচামালের সহজলভ্যতার জন্য
ঘ. শিল্পকারখানা নির্মাণের জন্য সহজে জায়গা পাওয়া যায় বলে
১৮. নিচের কোনটি ব্যবসায়িক সিদ্ধান্তকে সর্বাধিক প্রভাবিত করে?
ক. যোগাযোগব্যবস্থা খ. ব্যবসার পণ্য
গ. ব্যবসার পরিবেশ ঘ. ব্যবসার স্থান
১৯. সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে প্রভাবিত করে কোনটি?
ক. জনগোষ্ঠী খ. মানবসম্পদ
গ. সরকারি নীতিমালা ঘ. কারিগরি শিক্ষা
২০. কোনো দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী হওয়া গুরুত্বপূর্ণ কেন?
ক. অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য
খ. আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্দেশ্যে
গ. ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে
ঘ. সার্বভৌমত্ব সুরক্ষার জন্য।

ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র: সঠিক উত্তর
অধ্যায়-১: ১. ক ২. ক ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ক ৯. ক ১০. খ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ঘ।