আজ অমর একুশে
'অপমানে
তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা/সেই থেকে শুরু.../সেই থেকে শুরু
দিনবদলের পালা।' গীতিকবির ভাষায় জাতির দিনবদলের পালা শুরু হয়েছিল যেদিন,
বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় সেই দিন একুশে ফেব্রুয়ারি।
ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর,
আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সারা বিশ্বের কোটি কণ্ঠে আজ উচ্চারিত হবে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা
কালজয়ী গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে
পারি...'।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ঘটেছিল বাঙালির ইতিহাস পাল্টে
দেয়ার ঘটনা। 'বাংলা ভাষা প্রাণের ভাষা' সস্নোগানে মাতৃভাষার মর্যাদা রক্ষায়
অকাতরে প্রাণ বিলিয়ে দেয় বাঙালি তরুণ সমাজ। ইতিহাসবিদদের মতে, ভাষার
প্রশ্নে একুশের আন্দোলন হলেও প্রকৃত প্রস্তাবে তা ছিল শোষণ-বঞ্চনার
বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ। সেদিন আত্ম-অধিকার, সমতাভিত্তিক সমাজ আর
গণতান্ত্রিক রাষ্ট্রবিনির্মাণের স্বপ্নে জেগে উঠেছিল পূর্ব পাকিস্তানের
মানুষ। একুশের আন্দোলনেই ঘটে বাঙালির আত্মবিকাশ, যার ধারাবাহিকতায় দীর্ঘ
সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে মুক্তিযুদ্ধ। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল
ছিন্ন করে এসেছে অমৃত স্বাধীনতা।
একুশে তাই বাঙালিত্বের চেতনার প্রতীকে পরিণত হয়েছে। একুশে শহীদদের ঠাঁই এখন
প্রতিটি বাঙালির মর্মমূলে। পরম শ্রদ্ধা আর ভালোবাসায় উচ্চারিত হয় একেকটি
নাম। মহান ভাষা শহীদদের স্মরণে সারা দেশে, অগণিত শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি
বিদেশেও বাঙালিরা যে যেখানে রয়েছে, সেখানেই গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত
হচ্ছে মহান আত্মত্যাগের এ দিনটি।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষাশহীদদের স্মরণে 'জাতীয় শহীদ দিবস' ও
'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বাংলাদেশ ও সারা বিশ্বে পালিত হবে নানা
আনুষ্ঠানিকতায়।
রাষ্ট্রীয় আয়োজনে একুশের অনুষ্ঠানমালার সূচনা হবে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন
একুশের রক্তাক্ত স্মৃতিবিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা একুশের প্রথম
প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য
অর্পণ করবেন। এরপর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ
মিনার।
একুশের প্রথম প্রহরে জেগে উঠবে দেশ-বিদেশের সব শহীদ মিনার। বীর ভাষাশহীদদের
প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভোরের শিশির মাড়িয়ে নগ্নপদে শহীদ মিনার অভিমুখে
এগিয়ে যাবে নারী, শিশু, বৃদ্ধসমেত অগণিত মানুষ। বেদিমূল ভরে উঠবে
ভালোবাসার অর্ঘ্যে। আপন সংস্কৃতির বিকাশ আর সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের
দাবিতে সস্নোগানে সস্নোগানে মুখর হবে শহীদ মিনার প্রাঙ্গণ।
আজ সরকারি ছুটির দিন। দিবসটি স্মরণে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক
সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন বিশেষ কর্মসূচি পালন করবে। সরকারি বেসরকারি
প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শোকের
প্রতীক কালো পতাকা উত্তোলন করা হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ
মিনার অভিমুখে প্রভাতফেরি, পুষ্পার্ঘ্য অর্পণ, আজিমপুরে শহীদদের কবর
জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন জাতীয় সংসদের
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতা।
রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একুশের কর্মসূচি পালন
করবে। এ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দিনটি গভীর শ্রদ্ধার
সঙ্গে পালন করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
আওয়ামী লীগের কর্মসূচি
স্বাধীনতার শত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও
কার্যকর করা এবং এই অশুভ শক্তির দেশবিরোধী, জাতিদ্রোহী, নৈরাজ্যমূলক
কর্মকা-ের বিরুদ্ধে জাতীয় গণজাগরণ সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে
শ্রদ্ধাবনতচিত্তে দিনটি স্মরণ ও পালন করবে আওয়ামী লীগ।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ আলোচনা সভার আয়োজন করেছে
আওয়ামী লীগ। বিকাল তিনটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
এছাড়াও রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মহামান্য রাষ্ট্রপতি ও
মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর পুষ্পার্ঘ্য অর্পণ করবে দলটি।
ভোর সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সংগঠনের সব
শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল
সাড়ে সাতটায় কালোব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের
কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। নিউ
মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরি শুরু হবে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত সংবাদ
বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শহীদ ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস পালন উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ দেশবাসীর সাথে যথাযোগ্য
মর্যাদায় পালন করার জন্য দলের সকল শাখাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম
সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, সর্বস্তরের জনগণ ও দেশবাসীর
প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপির কর্মসূচি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি
ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার
বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে (রমনা) দলের পক্ষ থেকে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। আজ ভোর ৬টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও
দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। সেখান থেকে আজিমপুর
কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে
যাত্রা। সারাদেশে দলের জেলা ও উপজেলা কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয়
পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং ভাষা শহীদদের স্মরণে আলোচনা
সভা করা হবে।