নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে হাঙরের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে
তাঁর নাম প্রকাশ করা হয়নি। অকল্যান্ড শহরের কাছে মুরিওয়াই সৈকতে আজ
বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি অনলাইনের।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি
সাঁতার কাটছিলেন। হাঙরের আক্রমণ থেকে তাঁকে বাঁচাতে পুলিশ গুলি ছোড়ে।
টিভি এনজেডের খবরে বলা হয়, নিউজিল্যান্ডে হাঙরের আক্রমণে নিহতের ঘটনা
বিরল। ১৮৪৭ সাল থেকে এ পর্যন্ত এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে মাত্র ১১টি।
সর্বশেষ ১৯৭৬ সালে হাঙরের আক্রমণে একজনের মৃত্যু হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বড় হাঙরের আক্রমণে ওই ব্যক্তি মারা যায়। পানি
থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর সমুদ্রসৈকতটি বন্ধ করে দেওয়া
হয়।