মহিলা বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্সে শুক্রবার জয় পেয়েছে অস্ট্রেলিয়ার
নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে অনুষ্ঠিত তীব্র
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া ২ রানে পরাজিত করে বর্তমান
চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৪.৪ ওভারে মাত্র
১৪৭ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সারা
কোটে। এছাড়া লিসা স্তালেকার করেন ৪১ রান। ইংল্যান্ডের পক্ষে স্রাবসোল ২৪
রানে ৩টি এবং ক্যামেরিন ব্রান্ট, এ্যারন ব্রিন্ডল ও হলি কলভেন ২টি করে
উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে লিডিয়া গ্রিনওয়ের ৪৯ এবং লরা
মার্শের ২২ রানে ভর করে ৪৭.৩ ওভারে ১৪৫ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস।
অস্ট্রেলিয়ার হলি ফার্লিং ৩৫ রানের বিনিময়ে ৩টি এবং জুলি হান্টার ও মেগান
স্কুট ২টি করে উইকেট নেন। মুম্বাইয়ে অনুষ্ঠিত অপর ম্যাচে নিউজিল্যান্ড ৮
উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে শ্রীলঙ্কাকে। লো স্কোরিং ম্যাচে প্রথমে
ব্যাট করে ৪২ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দিলানি
মান্ডোরা দলের সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া দীপিকা রসাঙ্গিকা করেন ২০ রান।
কিউই দলের হয়ে লিয়া তাহুহু ২৭ রানে ৪টি, সিয়ান রুক ১৬ রানে ৩টি এবং
ফ্রান্সেস ম্যাককে ১৮ রানে ২ উইকেট নেন।
জবাবে খেলতে নেমে মাত্র ২৩ ওভারে ২ উইকেট হারিয়েই ১০৮ রান করে
নিউজিল্যান্ড। ফ্রান্সেস ম্যাককে ৩৯ এবং সোফি ডিভাইন ২৯ রানে অপরাজিত
থাকেন। এছাড়া সুজি বেটস করেন ৩৭ রান। শ্রীলঙ্কার পক্ষে ২৭ রানে একাই ২
উইকেট নেন ইনোকা রানা বীরা। কটকে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২
উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭
উইকেট হারিয়ে ২৩০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৫.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে
২৩৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪৫ রান
করেন ত্রিশা চেটি। এছাড়া ক্রি-জেলডা ব্রিটস ৪৪, মিগনন ডু প্রিজ ৩১ এবং ডেন
ভ্যান নিয়েকার্ক ৩৩ রানে অপরাজিত থাকেন। কিউইদের হয়ে ৪৩ রানে সর্বোচ্চ ২
উইকেট শিকার করেন ত্রেমানে স্মার্ট। ক্যারিবীয় ইনিংসে সর্বোচ্চ ৭৫ রান আসে
স্টেফানে টেইলরের ব্যাট থেকে। এছাড়া কিচিয়া নাইট ৪৬, শেনানি ক্যাম্পবেল ৩৩
এবং দিন্দ্রা ডাটন করেন ২৪ রান। প্রোটিয়াসদের পক্ষে ৪৭ রানে ৩ উইকেট নেন
ভ্যান নিয়েকার্ক।