Monday, February 11, 2013

পরীক্ষার হলে শিক্ষকের থাপড়ে হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী

ঝিনাইদহে গত শুক্রবার এসএসসি পরীক্ষার হলে শিক্ষকের থাপড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে এক পরীক্ষার্থীকে। সাজ্জাদ হোসেন নামের ওই পরীক্ষার্থী ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। সে আজ রোববার পরীক্ষা দিতে পারবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন তার পরিবার।
ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ গতকাল শনিবার দুপুরে জানায়, হরতালের কারণে বন্ধ থাকা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল শুক্রবার। তার আসন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫ নম্বর কক্ষে। লিখিত পরীক্ষা শেষে নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় তার পেছনের পরীক্ষার্থীরা কথা বলছিল। এ সময় তাদের কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক মো. আক্তারুজ্জামান তাকে সজোরে থাপড় মেরে চুপ থাকতে বলেন।
সাজ্জাদ জানায়, থাপড়ের পর তার বমি হয়। সে চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। একপর্যায়ে অচেতন হয়ে পড়ে। শিক্ষকেরা মাথায় পানি দেওয়ায় কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পর আরও বেশি অসুস্থতা অনুভব করলে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। গতকাল দুপুর পর্যন্ত সে ঠিকমতো উঠে বসতে পারছিল না।