মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। এ
ব্যাপারে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন কর্মকার (২৩)
নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বপনের বাড়ি উপজেলার শিলুয়া চা-বাগানের ৮ নম্বর লাইন এলাকায়। মামলার
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজে একাদশ
শ্রেণীতে পড়েন। কলেজে আসা-যাওয়ার পথে স্বপন তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ৮
ফেব্রুয়ারি দুপুরের দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। পথে একা পেয়ে
স্বপন তাঁর মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলেন এবং পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ
সময় মুঠোফোনের ক্যামেরায় ছাত্রীটির আপত্তিকর ছবি তোলেন স্বপন। পরে তিনি
ছাত্রীটিকে সেখানে ফেলে রেখে সটকে পড়েন।
ওই ছাত্রী গত রোববার স্বপনকে আসামি করে মামলা করেন। পুলিশ ওই দিনই স্বপনকে
গ্রেপ্তার করে। ওই ছাত্রীর বাবা জানান, ঘটনার পর তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে
পড়েছে। লজ্জায় প্রথমে মুখ খোলেনি সে (ছাত্রী)। পরে সে ঘটনাটি জানায়। তাই
মামলা করতে দেরি হয়েছে।
Social Plugin