রবিবার
খেলা নেই বিপিএলে। সে কারণে শাহবাগের প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের
ফাঁসির দাবিতে আন্দোলনরত জনতার ঢলে যোগ দিতে পারেন মুশফিকুর রহিমরা। তবে
সেটা জাতীয় দলের ব্যানারে নয়, ইচ্ছা করলে ক্রিকেটারদের যে কেউ উত্তাল
শাহবাগে যেতে পারেন। বোর্ড থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে বলে গতকাল
জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আই এইচ মল্লিক।
'খেলোয়াড়দের পক্ষ থেকে অনেকেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে অনুমতি চেয়েছে।
কেউ যদি যেতে চায়, যেতে পারে', সাম্প্রতিক আন্দোলনে ক্রিকেটারদের যোগ
দেওয়ার ব্যাপারে বোর্ডের অবস্থান পরিষ্কার করেছেন আই এইচ মল্লিক। ৪ তারিখ
থেকে বিপিএলে টানা ম্যাচ থাকায় এখনো শাহবাগের জনস্রোতে যোগ দেওয়ার সুযোগ
হয়নি ক্রিকেটারদের। আজও খেলা আছে। তাই মল্লিকের ধারণা, 'কাল যেহেতু খেলা
নেই তাই হয়তো অনেকেই যাবে।' এদিকে বৃহস্পতিবার রাতেই শাহবাগে ছড়িয়ে পড়ে
চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে আসছে জাতীয় ক্রিকেট দল। কিন্তু এর সত্যতা
মেলেনি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো পর্যায়েই। তবে ক্রিকেটাররাও চান
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক। নইলে শাহবাগে যাওয়ার জন্য বিসিবির
অনুমতি চাইবেন কেন তাঁরা?