আইপ্যাডে মাধুরী দীক্ষিত অ্যাপ

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপ চালু করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। 'মাধুরী দীক্ষিত এইচডি' নামের অ্যাপটিতে মাধুরীর হালনাগাদ ছবি, ভিপিওসহ নানা তথ্য পাওয়া যাবে। এর আগে আইফোন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইলের জন্য অ্যাপ্লিকেশন চালু করেছিলেন ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইটও নিয়মিত ব্যবহার করেন 'দেবদাস' খ্যাত এ অভিনেত্রী। আর এ কারণেই অ্যাপসটিতে মাধুরীর ফেইসবুক ও টুইটারের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
মাধুরী দীক্ষিত বলেন, 'বর্তমানে সব ভক্তের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা খুবই কঠিন। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমার পক্ষ থেকে এটা সামান্য প্রয়াস। কেননা ভক্তদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তার ঋণ কখনোই শোধ করতে পারব না।