প্রজন্ম চত্বরে আন্দোলনে অংশ নেওয়া অবস্থায় মৃত্যুবরণকারী ব্লগার,
কার্টুনিস্ট ও ছড়াকার তারিকুল ইসলাম শান্তর লাশ ফিরে আসছে গণজাগরণ মঞ্চে।
সেখান থেকে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে
প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তাঁর। এরপর তাকে সমাহিত করা হবে বনানী
কবরস্থানে।
গতকাল সোমবার বিকেল ৩টায় শিল্পী, পরিচালক এবং প্রযোজকদের নিয়ে
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগের গণজারণ
চত্বরে আসেন শান্ত। সেখানে তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন
স্লোগানরত অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এ সময় গণজাগরণের অস্থায়ী
স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক আশঙ্কাজনক অবস্থায়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল নেওয়া হয় তাকে। এর কিছুক্ষণ পর বিকেল পৌনে
৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।