Saturday, February 16, 2013

মিরপুরে ব্লগারকে কুপিয়ে হত্যা

রাজধানীর মিরপুরের পলাশনগর এলাকায় গতকাল আহমেদ রাজীব হায়দার নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে বাসার অদূরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর লাশ ফেলে যায় তারা। জানা গেছে, নিহত আহমেদ রাজীব হায়দার 'থাবা বাবা' ছদ্ম নামে ব্লগ ও ফেসবুকে লিখতেন। শাহবাগ গণজাগরণ আন্দোলনের পক্ষেও তিনি নিয়মিত ব্লগে পোস্ট করতেন ও গণজাগরণ আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।

গতকাল রাতে পল্লবী থানার পরিদর্শক বিপ্লব কিশোর শীল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পলাশনগরে রাজীবের বাসার কাছে রাস্তায় রাত পৌনে ৯টায় তাকে দুজন মুখোশধারী প্রথমে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানান। পুলিশ রাস্তা থেকে তার রক্তাক্ত মৃত্যু দেহ উদ্ধার করেছে। রাজীব হায়দারের নাক, মুখে ও দাঁতের মাড়িতে ধারালো অস্ত্রের জখম আছে। রাজীব হায়দার পেশায় একজন প্রকৌশলী ছিলেন। তার স্বজনরা বলছেন, ধানমন্ডিতেও তার বাসা আছে, সেখানেও থাকতেন তিনি। নিহত রাজিব হায়দারের বাবা ড. নাজিম উদ্দিন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। তার মামা খুররম হায়দার বলেন, শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আমার বাসায় ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে দুজন মুখোশধারী চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জামায়াত-শিবিরের কর্মীরাই রাজীবকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, অন্ধকারে কয়েকজন যুবক তাকে কুপিয়ে পালিয়ে গেছে। ব্লগ সূত্রে জানা গেছে, আহমেদ রাজীব হায়দার 'থাবা বাবা' ছদ্ম নামের একটি সুপরিচিত ব্লগের নিয়মিত ব্লগার ছিলেন। শাহবাগ আন্দোলনের পক্ষেও নিয়মিত ব্লগ পোস্ট করতেন তিনি। তিনি জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লিখতেন। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনার পর কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে তাদের বর্ণনা মতে অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এদিকে ব্লগার রাজীব নিহত হওয়ার খবর শাহবাগ চত্বরে পৌঁছলে তাৎক্ষণিকভাবে সমবেত আন্দোলনকারীরা এক মিনিট নীরবতা পালন করে এবং হরতাল ও ব্লগার খুনের ঘটনার প্রতিবাদে একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।