Monday, February 18, 2013

এক দিনে সাড়ে তিন হাজার বিয়ে!

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন গির্জার প্রধান কার্যালয়ে গতকাল রবিবার প্রায় সাড়ে তিন হাজার জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। গির্জাটির আয়োজন এই প্রথম এর প্রতিষ্ঠাতা সান মিয়ুং মুনকে ছাড়া অনুষ্ঠিত হলো। গত বছরের সেপ্টেম্বরে মুন মারা যান। এবারের গণবিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনের স্ত্রী হাক জা-হান।
গতকাল সব জুটি একই রকম পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়। তাঁদের সঙ্গী নির্বাচন করেন জা-হান।
দক্ষিণ কোরিয়ার ধর্মীয় সংস্কার আন্দোলনের নেতা মুন ১৯৫৪ সালে ইউনিফিকেশন চার্চ প্রতিষ্ঠা করেন। এটি রাজধানী সিউলের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যাপিয়ং কাউন্টিতে অবস্থিত। বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐক্য এবং খ্রিস্টান, মুসলমানসহ অন্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এ চার্চের অন্যতম লক্ষ্য। ১৯৬১ সালে ৩৬ জুটির বিয়ে দেওয়ার মধ্যদিয়ে এই গির্জা 'ব্লেসিং সেরিমনি অব দি ইউনিফিকেশন চার্চ' বা 'বিয়ে পুনর্নিবেদন অনুষ্ঠান' আয়োজন করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ওয়াশিংটনে প্রায় ৩০ হাজার জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়