যুক্তরাষ্ট্রের ফাস্টফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্গার কিংয়ের টুইটার
অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। অবশ্য কে বা কারা এ হ্যাকিং করেছে, সে বিষয়ে
বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। খবর বিবিসি অনলাইনের।
হ্যাকাররা বার্গার কিংয়ের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে আরেকটি
ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ডসের লোগো বসিয়েছে। হ্যাক হয়ে যাওয়া
অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে যে, বার্গার কিং কিনে নিয়েছে
ম্যাকডোনাল্ড।
হ্যাক হয়ে গেছে বলে টুইটার কর্তৃপক্ষের কাছে @BurgerKing নামের এ
অ্যাকাউন্টটি বাতিল করে দেওয়ার অনুরোধ করেছে বার্গার কিং কর্তৃপক্ষ।
বার্গার কিংয়ের ফেসবুক পাতায় ক্ষমা প্রার্থনা করার কথাও জানিয়েছে
যুক্তরাষ্ট্রের ফাস্টফুড নির্মাতাপ্রতিষ্ঠানটি।
বার্গার কিং কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাক হয়ে যাওয়ায় এ অ্যাকাউন্টটি নিয়ে তাদের আর কিছু করার নেই।