Saturday, February 9, 2013

টেন্ডুলকারের আরেকটি মাইলফলক

আরেকটা রেকর্ডের পাশে নাম লেখালেন শচীন টেন্ডুলকার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভারতের হয়ে সুনীল গাভাস্কারের সমান ৮১টি সেঞ্চুরি করে ফেললেন লিটল মাস্টার। ইরানি কাপে কাল সেঞ্চুরি করে প্রথম শ্রেণীর ক্রিকেটে পেরিয়ে গেছেন ২৫ হাজার রানের মাইলফলকও। ওয়েবসাইট।
ইরানি কাপে অবশিষ্ট ভারতের সঙ্গে ম্যাচে ভালোই বিপদে পড়েছিল লিটল মাস্টারের দল মুম্বাই। ৫২৬ রানের জবাবে একসময় ২৫৭ রানে হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। এই খাদ থেকে দলকে টেনে তুলতে হাতের তালুর মতোই পরিচিত ওয়াংখেড়ে স্টেডিয়ামে দারুণ এক ইনিংস খেলেছেন টেন্ডুলকার। তাঁর অপরাজিত ১৪০ রানের সৌজন্যেই প্রথম ইনিংসে ৪০৯ করতে পারে মুম্বাই। তাঁর ৮১ সেঞ্চুরির ১৮টি এসেছে মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে। বাকি সেঞ্চুরিগুলোর ৫১টি এসেছে ভারতের হয়ে, ৩টি দিলীপ ট্রফিতে, ২টি ইরানি কাপে, ৫টি ভারতের বিভিন্ন সফরে, ১টি সফরকারী একটা দলের বিপক্ষে, আরেকটি ইয়র্কশায়ারের হয়ে।
কমপক্ষে ৮১টি প্রথম শ্রেণীর সেঞ্চুরির মালিকদের অভিজাত ক্লাবের ৪৩তম সদস্য হলেন টেন্ডুলকার। তবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা একরকম অজেয়ই। সর্বোচ্চ ১৯৯টি সেঞ্চুরি করে অমর হয়ে আছেন ইংলিশ ব্যাটসম্যান জ্যাক হবস।