Monday, February 11, 2013
ছক্কাবৃষ্টি
ইংল্যান্ডের ১৫ ছয়, নিউজিল্যান্ডের ৮। কাল অকল্যান্ডের ইডেন পার্ক দেখল ২৩
ছক্কার টি-টোয়েন্টি ম্যাচ। ছক্কাবৃষ্টির এই ম্যাচে অল্পের জন্য ফসকে গেছে
দু-দুটি বিশ্ব রেকর্ড। আর মাত্র দুটি ছয় বেশি মারতে পারলেই ইনিংসে সবচেয়ে
বেশি ছয়ের রেকর্ডটা ছুঁয়ে ফেলতেন ইংলিশরা। ২০০৯ সালে সেঞ্চুরিয়নে তাদের
বিপক্ষেই ১৭টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। অকল্যান্ড ও
সেঞ্চুরিয়নের মাঝে আছে শুধু একটি ইনিংসই। ২০১০ সালে ব্রিজটাউনে ভারতের
বিপক্ষে ১৬টি ছক্কা ছিল অস্ট্রেলিয়ানদের। ভারতীয় ইনিংসেও ছিল ৮ ছক্কা। ২৪
ছয়, এক ম্যাচে সবচেয়ে বেশি ছয়ের তালিকায় সবার ওপরে ওই ম্যাচটিই। ২৪ ছয়
দেখেছে ২০০৯ সালে ক্রাইস্টচার্চে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটিও। ছয়ের হিসাবে
কালকের ম্যাচটির অবস্থান এরপরই