Thursday, February 21, 2013
কফির ভুসিতে চলে গাড়ি
অকেজো মনে করে যেসব জিনিস আমরা ফেলে দিই, সেসব জিনিসকে কাজে লাগানোর
চেষ্টা এখন বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। তেমনই একটি বাতিল জিনিসকে গাড়ির
জ্বালানি হিসেবে অনায়াসে কাজে লাগানো হচ্ছে। সেই গাড়ির গতিও কম নয়। ঘণ্টায়
সর্বোচ্চ ৬৫ মাইল। গাড়িটির জ্বালানি হিসেবে কাজে লাগানো সেই জিনিসটি আসলে
কফি বীজের ভুসি। কফির ভুসিচালিত এই গাড়িটির মালিক উত্তর-পূর্ব ইংল্যান্ডের
অধিবাসী মার্টিন বেকন। এ ধরনের গাড়ি ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ মাইল গতিতে চলার
ঘটনাও এটাই প্রথম। ফলে গাড়িটি ইতিমধ্যেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস
কর্তৃপক্ষের নজরে পড়েছে।
মূলত, কফি প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে উৎপাদিত ভুসির গুটিগুলো এ ধরনের
গাড়ির জ্বালানি হিসেবে কাজ করা হয়। গাড়ির পেছনের একটি অংশে চারকোলের আগুন
দিয়ে ভুসিতে তাপ দেওয়া হয়। এর ফলে কার্বন মনোঙ্াইড এবং হাইড্রোজেন গ্যাস
উৎপন্ন হয়। এ গ্যাস ঠাণ্ডা করে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।