রাজধানীতে অশ্লীল ছবি ও পোস্টার

রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেঙ্ থেকে বুধবার রাতে বিপুল পরিমাণ অশ্লীল ছবির রিল, পোস্টার, ফটোসেটসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন সাজ্জাদ হোসেন, ইকবাল হোসেন মিলন, আবু তাহের, সুরুজ সরদার, শাজাহান ও বিশ্বনাথ সাহা। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে। র্যাব-৩ এর কমান্ডার অতিরিক্ত ডিআইজি মলি্লক ফখরুল ইসলাম জানান, বুধবার রাতে গুলিস্তান শপিং কমপ্লেঙ্রে ষষ্ঠ তলায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ছায়াছবির অশ্লীল দৃশ্য সংবলিত ২৫১ ক্যান রিল, ১০ হাজার পোস্টার, ৪০০টি ফটোসেট উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অভিযোগে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ক্যাপ্টেন এনামুল হকের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।