Tuesday, February 19, 2013

দোকান খুলছে গুগল

ব্রাউজার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন সফটওয়্যার নিয়েই এত দিন ব্যবসা করেছে ভার্চুয়াল দুনিয়ার 'রাজা' সার্চ জায়ান্ট গুগল। সম্প্রতি হার্ডওয়্যার ব্যবসায়ও নেমেছে তারা। ট্যাবলেট কম্পিউটার 'ক্রোমবুক' ও স্মার্টফোন 'নেক্সাস' দিয়েই আপাতত হার্ডওয়্যার ব্যবসার শুরু। নতুন পণ্য হিসেবে আসছে 'স্মার্ট গ্লাস'ও। হার্ডওয়্যার হওয়ায় এসব পণ্য হাতে নিয়ে যাচাই-বাছাইয়ের চাহিদা তৈরি রয়েছে ক্রেতাদের মধ্যে। ক্রেতাদের এ চাহিদা মেটাতেই দোকান চালুর সিদ্ধান্ত নিল গুগল।
জানা গেছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে দোকান চালু করা হবে। পরে অন্যান্য শহরেও দোকান চালু করা হবে। সব কিছু ঠিক থাকলে, আসছে বড়দিনের ছুটি মাথায় রেখে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দোকানগুলো চালু করা হবে।