বিতর্কিত কানাডিয়ান পর্ণো তারকা সানি লিওন আবার খবরের শিরোনাম হলেন।
বলা যায় এবার তিনি সমালোচকদের দিকে আরো সুক্ষ্ম তীর ছুড়লেন। সম্প্রতি তার
টুইটার বার্তায় লিখেছেন ধর্ষণ মোটেও অপরাধ নয়, বরঞ্চ এটা একটা
সারপ্রাইজড সেক্স।খবর টাইমস অফ ইন্ডিয়া’র।কানাডা থেকে বলিউডে অভিনয়ে আসা
এই অভিনেত্রীকে নিয়ে শুরু থেকেই সমালোচকরা অন্য দৃষ্টিতে দেখতে শুরু
করেছিলেন। কেউ কেউ আবার তার অবস্থান সম্পর্কে দৃঢ় মনোভাবীও ছিলেন। কিন্তু তার এই টুইট বার্তা তাকে কোন অবস্থানে নিয়ে যায় সে ব্যাপারে
বলিউডে আলচনার ঝড় উঠেছে। সানি লিওন টুইট করার পর তার ভুল বুঝতে পেরে
কিছুক্ষনের মধ্যেই মুছে ফেলেন কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে, কারন ততক্ষনে
সেটা বহুসংখক রিটুইট হয়ে গেছে।
Social Plugin