ভারতে
নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ মহানগর দিল্লি। পর্যটনবিষয়ক ওয়েবসাইট ট্রিপ
অ্যাডভাইজার পরিচালিত এক জরিপে এ চিত্র ফুটে উঠেছে। জরিপের ফল গত সোমবার
প্রকাশ করা হয়েছে।
কাজের জন্য বাইরে বের হন বা অবসরে চলাফেরা করেন-এমন নারীদের ওপর এ জরিপ
চালানো হয়। এতে দেখা গেছে, ৮৪ শতাংশ নারী দিলি্লতে একা চলাফেরায় নিরাপদ বোধ
করেন না। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইকে সবচেয়ে নিরাপদ নগরী মনে করেন
নারীরা। সর্বোচ্চ ৩৪ শতাংশ নারীর কাছে মুম্বাই সবচেয়ে নিরাপদ শহর। ১২ শতাংশ
নারীর ভোট পেয়ে গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ এবং কর্ণাটকের রাজধানী
বেঙ্গালুরু যৌথভাবে দ্বিতীয় নিরাপদ নগরীর স্থান দখল করেছে।
জরিপ অনুযায়ী, কাজের সুবাদে একা চলাচল করেন_এমন ৩৭ শতাংশ নারী
নিরাপত্তাহীনতায় ভোগেন। আর দেশের বাইরে চলাচলের চেয়ে ভারতের অভ্যন্তরে
চলাফেরা করতে ৯৪ শতাংশ নারীই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। নিরাপত্তা
নিয়ে আশঙ্কা থাকলেও ৩৩ শতাংশ নারী জানান, তাঁরা নতুন কিংবা অপরিচিত কোনো
শহরে গেলে আত্মরার প্রস্তুতি নিয়ে যান। আগ্নেয়াস্ত্র অথবা মরিচের স্প্রে
(পিপার স্প্রে) সঙ্গে রাখেন তাঁরা। সূত্র : হিন্দুস্তান টাইমস।