মহিলা বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

আগের নয় আসরের পাঁচবারেরই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আবারও জিতেছে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা। কাল মুম্বাইয়ে দিবারাত্রির ফাইনালে ব্যাটসম্যানদের চমৎকার ব্যাটিংয়ের পর বোলারদের বিধ্বংসী পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে হারিয়ে জিতেছে ষষ্ঠ শিরোপা। জেস ক্যামেরন (৭৫) ও রাচেল হেইন্সের (৫২) পর অষ্টম উইকেটে জোডি ফিল্ডস (৩৬*) ও ইলিসে পেরির (২৫*) ৫০ রানের জুটিতে ৭ উইকেটে তাদের সংগ্রহ ২৫৯ রান। প্রথমবার ফাইনালে ওঠা ওয়েস্ট ইন্ডিজ জবাবটা মোটেও সেরকম দিতে পারেনি। ৪৩.১ ওভারে ১৪৫ রানেই সব উইকেট হারিয়ে হয়েছে রানার্স আপ। বিশ্বকাপে এটা তাদের সেরা সাফল্য।