Thursday, February 21, 2013

অগ্নিকাণ্ডে এসএসসি পরীক্ষার ২৫০ খাতা পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে এসএসসি পরীক্ষার ২৫০টি খাতা পুড়ে ছাই হয়েছে। গতকাল বুধবার রাত ৯টায় জাফত নগর ইউনিয়নের বড়ুয়া পাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। জাফতনগর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম জানান, জাহানপুর বড়ুয়া পাড়ার প্রকৌশলী মিনাল কান্তি বড়ুয়ার বাড়িতে নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তি বড়ুয়া ভাড়া থাকেন। তাদের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে এসএসসি পরীক্ষার ২৫০টি খাতা, একটি মোটরসাইকেল, একটি সাইকেল, নগদ ৪৫ হাজার টাকা, টিভি, ফ্রিজ, ব্যাংকের চেক বইসহ বিভিন্ন মুল্যবান জিনিস পত্র পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাটহাজারী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।  নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তি বড়ুয়া বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের ২৫০টি খাতার অধিকাংশ খাতা মুল্যায়ন করা হয়েছিল। বাকিগুলো অগ্নিকাণ্ডে নষ্ট হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা মজলিশ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। পরীক্ষার খাতার মুল্যায়নের দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে এ ব্যাপারে থানায় জিডি করতে বলা হয়েছে এবং শিক্ষা বোর্ডকে অবহিত করতে বলা হয়েছে। বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।