Wednesday, February 20, 2013

প্রাথমিক বৃত্তির তালিকা প্রকাশ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বণ্টনের তালিকা আজ বুধবার প্রকাশ করা হয়েছে। এবার মোট ৫৪ হাজার ৫৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধাভিত্তিক (টেলেন্টপুল) বৃত্তি পেয়েছে ১৯ হাজার ৯৮০ জন, আর সাধারণ বৃত্তি পেয়েছে ৩১ হাজার ৪৬৮ জন।
আজ বেলা দেড়টার দিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে (www.dpe.gov.bd) এই তালিকা দেখা যাবে।
মন্ত্রী জানান, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৬ হাজার ৯ জন, চট্টগ্রামে ১১ হাজার ২১ জন, রাজশাহীতে ৭ হাজার ৬৭৩ জন, খুলনায় ৬ হাজার ১৯৭ জন, রংপুরে ৫ হাজার ৯৮৮ জন, সিলেটে ৩ হাজার ৮৩৬ জন এবং বরিশাল বিভাগে ৩ হাজার ৮০৬ জন বৃত্তি পেয়েছে।