Thursday, February 21, 2013

ঠাণ্ডা মাথায় খুন

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, তামিল গেরিলা নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের ছেলে বালাচন্দ্রন প্রভাকরণ (১২) শ্রীলঙ্কার কোনো এক বাঙ্কারে আটকাবস্থায় বসে আছে। গায়ে লুঙ্গির মতো কিছু একটা জড়ানো। হাতে খাবারের প্যাকেট। পাশে পানির মগ। পরের ছবিতে প্যাকেট থেকে বের করে কিছু একটা মুখে পুরছে সে। শেষ ছবিতে মাটিতে নিথর পড়ে আছে তার দেহ। বুকে পাঁচটি গুলির চিহ্ন। তিনটি ছবিই তোলা হয়েছে ২০০৯ সালের ১৯ মে, সকাল ১০টা ১৪ মিনিট থেকে দুপুর ১২টা ১ মিনিটের মধ্যে। এদিন প্রায় একই সময়ে প্রভাকরণকেও হত্যা করা হয় এবং তার হত্যার মধ্য দিয়েই তামিলদের পরাস্ত করে বিজয়ী হয় সরকারি বাহিনী। ব্রিটিশ পরিচালক ক্যালাম ম্যাক্রে নির্মিত 'নো ফায়ার জোন' তথ্যচিত্রের সুবাদে গত মঙ্গলবার ছবিগুলো সবার সামনে এসেছে। একই সঙ্গে তামিলবিরোধী অভিযানে সরকারি বাহিনীর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগটিও নতুন করে সামনে এসেছে। শুরু থেকেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রস ফায়ারে পড়ে মারা গেছে বালাচন্দ্রন। তবে ম্যাক্রের দাবি, বালাচন্দ্রনকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে।