আট দিন শুটিং করেছিলেন। চুক্তিতে সই করার সময় নিয়েছিলেন সাড়ে ২২ লাখ রুপি। বাধ সাধল একটি খবর, ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা। মুখ ফিরিয়ে নিতে বেশি দিন সময় নেননি পরিচালক মধুর ভান্ডারকর ও প্রযোজনা সংস্থা ইউটিভি। এ নিয়ে গত জুন থেকে বলিউডে বহু কানাঘুষা চলছে। বিতর্কে বার বার টেনে আনা হয়েছে ঐশ্বরিয়াকে। ভান্ডারকর ও ইউটিভির সিদ্ধান্ত জানার পরপরই ঐশ্বরিয়া সাড়ে ২২ লাখ টাকার চেকটি ফেরত পাঠান। সম্প্রতি ভান্ডারকর ও প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঐশ্বরিয়া। চলতি বছরের শুরুর দিকে তিনি যে কদিন শুটিং করেছিলেন সেই দৃশ্যগুলো কোথাও যেন ব্যবহার না হয়—এ ব্যাপারে পরিচালক ও প্রযোজনা সংস্থাকে সতর্ক করে দেওয়া হয়। ছবিতে ঐশ্বরিয়ার বদলে কারিনা কাপুরের অভিনয়ের কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস।
0 Comments