Monday, February 18, 2013

১৩৩ ডলার বেতনের চাকরি চান মুরসির ছেলে

মাসে মাত্র ১৩৩ ডলার বেতনের চাকরির জন্য আবেদন করেছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে ওমর মুরসি। দেশটির বিমানবন্দর ও বিমান চালনা নিয়ন্ত্রণ কম্পানির প্রধান ক্যাপ্টেন মাগদি আবদেল হাদি গত শনিবার এ তথ্য জানান।
তবে গুজব রয়েছে পাঁচ হাজার ডলার বেতনের চাকরি পেতে যাচ্ছেন ওমর। ক্যাপ্টেন হাদি এই গুজব নাকচ করে দিয়ে জানান, স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয়েছে ওমরকে। কোনো স্বজনপ্রীতি হয়নি। ইংরেজি ও কম্পিউটার বিষয়েও পরীক্ষা দিয়েছেন তিনি। তবে তাঁর নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। যাচাই-বাছাই চলছে। এই পদের জন্য অভ্যন্তরীণভাবে বিজ্ঞাপন দেওয়া হয়। এর প্রারম্ভিক বেতন ৯০০ মিসরীয় পাউন্ড (১৩৩ ডলার)। ছয় মাস পর বেতন বেড়ে দাঁড়াবে এক হাজার ২০০ পাউন্ড বা ১৮০ ডলার। মিসরে সদ্য স্নাতক পাস করা একজন চাকরি প্রত্যাশীর কাছে পাঁচ হাজার ডলার বেতন অনেকটা অবিশ্বাস্য। কারণ সেখানে সরকারি চাকরিতে প্রারম্ভিক বেতন ধরা হয় ৭৫ ডলার।