সরকার
টু সরকার (জিটুজি) পদ্ধতিতে বাংলাদেশ থেকে বাহরাইন খুব শিগগির প্রায় ৩০
হাজার শ্রমিক নেবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, অল্প
সময়ের মধ্যেই মালয়েশিয়ার মতো সরকারিভাবে ওইসব শ্রমিক নেওয়া হবে। বাহরাইনে
যেতে একজন শ্রমিকের খরচ পড়বে ৫০ হাজার টাকার কম। গতকাল রবিবার প্রবাসী
কল্যাণ ভবনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। এর আগে গ্রিসের জনশৃঙ্খলা ও
নাগরিক অধিকার রক্ষামন্ত্রী নিকোলাস ডেনিয়াসের সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ
বিষয়ে বৈঠক করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,
জিটুজি পদ্ধতিতে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী বাহরাইন সরকার। এ কারণে
সরেজমিনে দেখতে একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। বাংলাদেশ থেকে দক্ষ ও
অদক্ষ এই দুই ধরনের শ্রমিকই তারা নেবে বলে জানান তিনি।