Monday, February 25, 2013

এবার মাইক্রোসফটে সাইবার হামলা

ফেইসবুক ও অ্যাপলের পর হ্যাকাররা এবার আক্রমণ করল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট কার্যালয়ের কয়েকটি কম্পিউটারে। হামলার সত্যতা স্বীকার করেছে মাইক্রোসফট।
এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানায়, আমাদের অল্প কিছু কম্পিউটারে সাইবার হামলায় আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি ম্যাক কম্পিউটারও আছে। তবে হ্যাকাররা গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি করতে পারেনি। হামলায় কারা জড়িত, জানার চেষ্টা চলছে।
ফেইসবুক ও অ্যাপলে হামলার সঙ্গে মাইক্রোসফটে হামলার মিল পাওয়া গেছে। গত সপ্তাহে ফেইসবুক ও অ্যাপল কার্যালয়ের কয়েকটি কম্পিউটার হ্যাকিংয়ের শিকার হয়। পূর্ব ইউরোপের কয়েক হ্যাকার এ হামলার কথা স্বীকার করে।