আইফোন
ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে 'ভয়েস কল' সুযোগ চালু করল
ফেইসবুক। এ জন্য 'ফেইসবুক ৫.৫' নামের নতুন একটি অ্যাপ্লিকেশনও বাজারে
ছেড়েছে তারা। ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ ব্যবহার করেই এ সুবিধা পাওয়া
যাবে। তাই কথা বলা যাবে বিনা মূল্যেই। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অনলাইনে
থাকা ফেইসবুক বন্ধুদের সঙ্গে কথা বলা যাবে। এ জন্য অ্যাপ্লিকেশনটিতে থাকছে
বিশেষ ধরনের আইকন 'ফ্রি কল'।
প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীরা এ সুবিধা
পাবেন। কিছুদিনের মধ্যে সব ব্যবহারকারীর জন্যই সেবাটি চালু হবে।