Sunday, September 4, 2011

বাঘ নিয়ে বিপাকে চেয়ারম্যান

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের গোবর্ধন গ্রামে ধরা পড়েছে একটি অসুস্থ মেছো বাঘ। গত দু'দিন ধরে সেটি রয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে'র হেফাজতে। বাঘটি দেখার জন্য সেখানে ভিড় করছে বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়ারপাড় গ্রামের পানচাষি সিরাজ হাওলাদার শুক্রবার সকালে গোবর্ধন এলাকায় তার পান বরজে গিয়ে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের একটি অসুস্থ মেছো বাঘ দেখতে পান। খবর পেয়ে এলাকাবাসী সেটি দেখার জন্য পান বরজে ভিড় করে। কিন্তু কেউই বাঘটিকে ধরার সাহস করেনি। পরে চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে ধরে বস্তাবন্দি করে চিকিৎসার জন্য উপজেলা পশু হাসপাতালে নিয়ে যান। পশু চিকিৎসক মো. শাহ্ আলমের চিকিৎসা শেষে মেছো বাঘটি ইউপি চেয়ারম্যান তার বাড়িতে নিয়ে পোল্ট্রি ফার্মের ভেতর শিকল ও রশি দিয়ে বেঁধে রাখেন। ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে জানান, মেছো বাঘটি নিয়ে তিনি বিপাকে পড়েছেন। বাঘটি দেখার জন্য বহু মানুষ তার বাড়িতে ভিড় করছে।

No comments: